আমাদের কথা খুঁজে নিন

   

চালুনি কয় সুই রে, তোর পাছায় ছ্যাঁদা... (আসল চোর কে? স্যামসাং নাকি এপল নিজেই? আসুন একটু দেখি...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... স্যামসাং এর বিরুদ্ধে অ্যাপল মামলা করেছে ডিজাইন আরো কিছু ব্লা ব্লা চুরির দায়ে। স্যামসাং আবার জরিমানাও গুনছে। স্যামসাং এই চুরিটা জেনে শুনেই এবং ইচ্ছা করেই করেছে (এর পিছনেও প্রমাণ আছে), সম্ভব হলে পরে একদিন দিবো। কিন্তু কথা হচ্ছে, যে অ্যাপল নিজেই চোর, অন্যের ডিজাইন,আইডিয়া চুরি করে প্রোডাক্ট তৈরী করেছে তার অন্যকে চোর সাব্যস্থ করা কতটুকু যুক্তিযুক্ত? বর্ণনায় যাবো না। দ্য পিকচার্স সেইড এম অল... চোরদের লীডারকে দেখুন... ইনোভেশান, ইনভেনশান এগুলা কিছুই না আসলে।

আসল কথা হলো কে পেটেন্ট করেছে আগে সেটা। সেক্ষেত্রে চুরির সাতগুণ মাফ। আরেকজনের বের করা জিনিস নিজের নামে চালায়া দিয়ে পেটেন্ট করে নিলেই হলো। ওদের আর পায় কে? তবে হাস্যকর লাগে যখন এক চোর আরেক চোরকে "তুই চোর" বলে। আমার ব্যক্তিগত অভিমতঃ চুরিবিদ্যার জয় হোক।

কোম্পানিগুলো চুরি না করলে আমার মত মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলের হাতে একটা এন্ড্রয়েড উঠতো না। প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে, কম দামে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।