আমাদের কথা খুঁজে নিন

   

অটোমেটিক্যালি সাইলেন্স, আবার সাইলেন্স থেকে রিংটোনে চলে যাচ্ছে এন্ড্রোয়েড ফোন ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন থেকেই একটা জটিল প্রব্লেম নিয়ে পোস্ট দিব চিন্তা করছি । কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না ।
সমস্যাটা আমার এক বন্ধুর।

সে এই সমস্যার কোন কুল-কিনারা করতে পারছেনা । আমাকে বার বার করে তাগাদা দিচ্ছে এর কোন সমাধান খুজে পাওয়া যায় কিনা ।
সে এখন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ইউজ করছে। এর আগে স্যামসাং নোট ইউজ করত । ২টা ফোনেই সে এই সমস্যা পেয়েছে ।

কোন কারন ছাড়া, কোন ধরনের টাচ ছাড়াই রিংটোন অন হয়ে যাচ্ছে, আবার সাইলেন্স হয়ে যাচ্ছে । ফলে আমার বন্ধু যখন মোবাইল ভাইব্রেশন দিয়ে কোন মিটিং এ যাচ্ছে , মিটিং এর মাঝে কল বেজে উঠছে, ফলে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাড়াচ্ছে ।
আবার যখন রিংটোন অন করে রাখা, জরুরী কোন কল বা বসের কল তখন ফোন সাইলেন্স হওয়াতে বসের ফোন সময় মত ধরতে না পারাতে বিরাট কোন সমস্যা হয়ে যেতে পারে । তারপর বসের ঝারি । ইত্যকার বহু সমস্যা ।

তাই আপনাদের দাড়স্থ হলাম । যদি কেউ একটু সাহায্য করেন তাহলে খুব-ই উপকৃত হব । সবাই ভাল থাকবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।