বগুড়ার কাহালু বাজারে অগ্নিকান্ডে ১৩ টি দোকানের মালামাল পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।
আজ দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
জানা যায়, আজ দুপুর দেড়টায় জুম্মার নামাজ শেষে মুসল্লীরা প্রথমে হাট সেডের উপর আহসানের মুদি দোকান ও মোজামের টিভি শোরম্নমে আগুনের লেলিহান দেখতে পায়। মুহুর্তের মধ্যেই পার্শ্ববতী প্রায় সব দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চষ্টো করে।
পরে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চষ্টো চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকান্ডে আহসান, আরিফ, মোমিন, আনছারের মুদি দোকান, মোজামের টিভি ও মোবাইলের শোরুম, মোস্তফা ও বাবলুর দোকানের সব মালামালই পুড়ে গেছে। এছাড়াও আরো ৫ টি ছোটখাটো দোকান পুড়ে গেছে। ব্যাবসায়ীদের ধারনা অগ্নিকান্ডে অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সাভির্সের স্টেশন কর্মকর্তা মাহবুবুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ১৩ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি।
ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।