আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল-সংলাপ একসঙ্গে চলে না: জয়

শুক্রবার রাতে সিলেটে আওয়ামী লীগের এক কর্মসূচিতে দলীয় সভানেত্রীর ছেলে জয় বলেন, “হরতাল আর সংলাপ একসঙ্গে চলতে পারে না।
“বিরোধী দল হরতাল দিয়ে সন্ত্রাস করছে। অন্যদিকে আলোচনার কথাও বলছে। ”
নতুন করে হরতাল ঘোষণা করায় বিরোধী দলের সমালোচনা করে সজীব ওয়াজেদ বলেন, বিএনপি ৭২ ঘণ্টার হরতাল ডেকে দেশে সন্ত্রাস চালানোর পরিকল্পনা নিয়েছে।
“তারা হরতাল দিয়ে শুধু সন্ত্রাস আর নৈরাজ্যই করছে না, তারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ সেনানি শিক্ষার্থীদের পরীক্ষায়ও বাধা দিচ্ছে।


তিনি বলেন, “যারা পড়াশোনা করেনি তারা কিভাবে শিক্ষাকে দাম দেবে!”
আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল মন্তব্য করে তিনি বলেন, তারা বারবার রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর কোনো অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
“সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে। এ নির্বাচন কেউ থামাতে পারবে না। ”
সিলেটের কাজী নজরুল মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জয়।


প্রধানমন্ত্রীর ছেলে বলেন, “সরকার ৬ হাজার নিরপেক্ষ নির্বাচন করেছে। কেউ বলতে পারে নাই কারচুপি হয়েছে। আগামী সংসদ নির্বাচনও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ”
তিনি বলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগ দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। তাই আগামী দিনেও এ ধারাকে অব্যাহত রাখতে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।


মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় কর্মীসভায় জয়ের খালাতো ভাই শেখ রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার বিকাল ৩টায় সিলেট আসেন জয়।
বিকেল সাড়ে ৩টায় সিলেট হযরত শাহজালালের (র.) মাজার এবং পরে হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করেন।
বিকেল সাড়ে ৪টায় নগরীর রোজভিউ হোটেলে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।