আমাদের কথা খুঁজে নিন

   

ফের প্রধান নির্বাচক ফারুক?

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইট খেলেছিল বাংলাদেশ, যা এ দেশের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য। ওই বিশ্বকাপের প্রথম রাউন্ডে টাইগাররা হারিয়েছিল বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতকে। সুপার এইটে হারিয়েছিল ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে। ওই দল যারা নির্বাচন করেছিলেন, সেই নির্বাচক প্যানেলের প্রধান ছিলেন ফারুক আহমেদ। ফারুক ছিলেন সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক।

ছয় বছর পর আবারও তিনি প্রধান নির্বাচক হতে যাচ্ছেন জাতীয় দলের। ক্রিকেটপাড়ায় এমনই গুঞ্জন। তবে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে এই রেসে। এদের মধ্যে অন্যতম মিনহাজুল আবেদীন নান্নু ও রফিকুল আলম। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই বিসিবি নিয়োগ দেবে প্রধান নির্বাচকের।

ক্যারিয়ারে সাতটি মাত্র ওয়ানডে খেলেছেন ৪৮ বছর বয়সী ফারুক। অভিষেক ১৯৮৮ সালে দ্বিতীয় এশিয়া কাপে। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে ১৪ রান করেছিলেন তিনি। ক্যারিয়ারে একমাত্র হাফ সেঞ্চুরি ভারতের বিপক্ষে চণ্ডীগড়ে। ১৯৯০ সালে ওপেন করতে নেমে ১২৬ বলে খেলেছিলেন ৫৭ রানের ইনিংস।

ক্যারিয়ার শেষে ফারুক দায়িত্ব নেন নির্বাচক প্যানেলের। তার আমলেই ওপরে উঠতে থাকে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের তিনিই নির্বাচন করেছিলেন দলে। আজ তারাই দেশের নির্ভরযোগ্য ক্রিকেটার। তার আমলে প্রথম টি-২০ বিশ্বকাপের সুপার এইটও খেলেছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জায়গা নিয়েছিল টি-২০ বিশ্বকাপের সুপার এইটে। ২০০৭ সালের বিশ্বকাপের পর সরে দাঁড়াতে হয় প্রধান নির্বাচকের পদ থেকে। ছয় বছর পর আবারও প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা রয়েছে_ এমন সংবাদের উত্তরে ফারুক বলেন, 'আমি শুনছি এমন কথা'। নির্বাচন প্যানেলের বিষয়ে বলেন, 'আমি আগে প্রধান নির্বাচক ছিলাম। সে সময়কার আমার কার্যক্রম সম্পর্কে সবাই ওয়াকিবহাল।

সবাই জানেন আমার সময়ে দল কেমন পারফরম্যান্স করেছে। সুতরাং দায়িত্ব পেলে আরও ভালোভাবে কাজ করতে চেষ্টা করব। ' দল নিয়ে বলেন, 'তিন বছর আগের সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। এখনকার দল অনেক পরিণত। ক্রিকেটাররা অনেক বেশি লড়াকু মানসিকতার।

তাদের মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে। এটা ভালো সাইন। ' ফারুকের প্রধান নির্বাচক হওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেন, 'ফারুক ভাইয়ের প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রধান নির্বাচক হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। '

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আকরাম খান।

এখন শুধু নির্বাচক হিসেবে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। অবশ্য বিসিবির অনেকে আবার চাইছেন প্রধান নির্বাচক হোন নান্নু। এ নিয়ে একটা অদৃশ্য খেলাও জমে উঠেছে পরিচালকদের মধ্যে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।