ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২০০০ সালে ২০ বছর বয়সে ‘রিফিউজি’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলে যাত্রা শুরু করেন কারিনা। তারপরই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও তিনি মাস্টার্স সম্পন্ন করতে পারেননি ব্যস্ততার কারণে।
এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে কারিনা বলেন, “যে কোনো পরিস্থিতিতেই পড়াশোনা চালানো প্রয়োজন। আমাদের উচিত লেখাপড়ার জন্য শিশুদের আগ্রহী করে তোলা।
”
২০০০ সালে অভিষেকের বিপরীতে অভিনীত তার ‘রিফিউজি’ সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগাতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এর পর ‘ইয়াদে’, ‘আজনাবি’, ‘অশোকা’ এবং ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা ২০০১ সালে উপহার দেন কারিনা।
লেখাপড়া করার সময়টাতে ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত হয়েছিলেন বেবো। সিনেমার প্রতি ভালোবাসাই এর মূল কারণ বলে উল্লেখ করেন তিনি। তবে এ নিয়ে এখন আফসোস করছেন ওই অভিনেত্রী।
কারিনা বলেন, “সিনেমার প্রতি আকর্ষণের কারণেই আমি তখন পড়াশোনার প্রতি আগ্রহ হারাই। তবে এ নিয়ে এখন আমার আফসোস হয়। ”
কারিনা বর্তমানে পুনিত মালহোত্রা পরিচালিত ‘গোরি তেরি পেয়ার মে’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২২ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।