আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
অন্ধকার আকাশের দিগন্তহীন বুকে সবে,
ধল প্রহরের দলেরা ছুটোছুটি শুরূ করেছে।
তারও সহস্র মুহূর্ত আগে আমি,
জেগে উঠেছি নষ্ট পৃথিবীর তান্ডব লীলায়।
গোলা, বারূদ, মেশিনগানের বিশ্রী শব্দ,
আমার নিদ্রার বারোটা বাজিয়ে দিয়েছে।
দুঃসহ যন্ত্রণা আমায় হাতছানি দিয়ে,
কাছে ডাকছে, তার মায়াবী কুহকের
অন্তরালের ভয়ংকর, অমানবীক তান্ডব,
হৃদয় চক্ষু অবলোকন করেই ঢুকরে
কাদাঁ শুরূ করেছে, নিস্তব্ধ তনুমনের
আর্তচিৎকার আমার সর্বাঙ্গে কাপঁন ধরিয়ে দিয়েছে।
মৃত্যু যন্ত্রণা আমার দৃঢ়তায় মোড়ানো
নাড়ীর বন্ধন টেনে হিচড়ে নাস্তানুবাদ
করে দিয়েছে, বাচাঁর সর্বপ্রকার আশার
উপর কালো সামিয়ানা টেনে “নিয়ে যাও,
তোমার হাতে নিথর দেহকে সপেঁ দিয়েছি,
আত্মাকে নয়”। বলে প্রলাপ বকছিলাম আমি...
মৃত্যুকে কম্পমান হাতের মুঠোয় পুরে,
ফাসিঁর মঞ্চ থেকে পালিয়ে এসেছি,
মরূবাসী মত্ত ঘোড়ার ন্যায় ছুটতে ছুটতে।
বিরহ বেদনার নীলে টইটুম্বুর তোমার,
মখমল, আদুরে ললাটে চুমু খেতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।