আমাদের কথা খুঁজে নিন

   

যা বুঝলাম



ভোর ৬ টা। টিভি চ্যানেল ঘুরাচ্ছি। এই সময়ে আমার মন উদাস থাকে আর আমি ধর্মীয় বক্তব্য শ্রবণ করি। # টিভির চ্যানেল ঘুরাইতে গিয়ে দেখলাম এটিএন বাংলায় উত্তরার এক মসজিদের হুজুরের ওয়াজ দেখাচ্ছে। হুজুর তার জ্বালাময়ী বক্তব্য দিয়া বানর, মানুষ, ডিম, মুরগী প্রভৃতি জিনিসের ব্যাখা দিয়া বিবর্তনবাদের মায়েরে বাপ করতেছে।

শীত কালে আমার ঘনঘন শী ধরে। অতএব শী করতে গেলাম। শী করে এসেই দেখলাম হুজুর নারীর পর্দা, নারীরা কেন মাঠে ঘাটে গার্মেন্টে কাজ করবে, বেলেল্লেপনা, ধর্ষণ, নারী নির্যাতন প্রভৃতি আলোচনা করতেছে। আমি বুঝলাম না, এক মিনিটের মাথায় বিবর্তন বাদের ভুল প্রমাণের লেকচারে ক্যামনে নারী ঢুকে গেল। # হঠাত বিদেশী ঠাকুরের প্রতি ভক্তি বেড়ে গেল।

অতএব টিউন করলাম পিস টিভি বাংলা। সকাল সাড়ে ছয়টা। পিস টিভিতে শুরু হল দরসে কুরান অনুষ্ঠান। হুজুরের আজকের টপিক ছিল মুসা আঃ । হুজুর শুরু করলেন একেবারে শুরু থেকে।

বর্ণনার এক পর্যায়ে এল ফেরাউন কর্তৃক শিশু মুসার প্রাপ্তি। হুজুরের সে কি টান টান বর্ণনা। ফেরাউন কি এই শিশু কে হত্যা করবে না বাচিয়ে রাখবে? হুজুরের বর্ণনা শুনে বুঝলাম আর যাই হোক, শিশু মুসা এই পর্বে বড় হইয়া মুসা নবীতে পরিণত হইতে পারবে না। অতএব ঘরের ভিতরের দিকে গেলাম বিষ্কুট আনতে। বিস্কুট খাব আর মুসা নবীর কাহিনী শুনব।

কতক্ষণ লাগলো? ৩০ সেকেন্ড? এসে দেখলাম হুজুর আলোচনা করছে নারীর পর্দা, কেন তারা মাঠে ময়দানে কাজ করবে, নারী নির্যাতন, ব্যাভিচার, ধর্ষণ প্রভৃতি। বুঝলাম না যে হুজুর ১৭মিনিটে শিশু মুসা কে ফেরাউনের দরবার থেকে সরাইতে পারে নাই, সেই হুজুর ৩০ সেকেন্ডের মধ্যে কেমনে মুসা নবীর জীবন বর্ণনা করলেন? নাকি মুসা নবীর জীবন বর্ণনার মাঝে নারীর পর্দা আলোচনা ভারিক্কি আলোচনার মধ্যে হুজুরের অঘোষিত বিজ্ঞাপন বিরতি? নইলে শিশু মুসার ভিত্রে নারী কেমনে ঢুকল বুঝলাম না। যা বুঝলামঃ হুজুরেরাও কবি। কবির কবিতা মাত্রই যেমন নারী,তেমনি সিম্পল ওয়াজ, দরসে কুরান, দরসে হাদিস, তাফসিরুল কুরান প্রভৃতি আলোচনায় গরুকে নদীতে ফেলে গরুর রচনা লেখার মত সব হুজুরেই নারী নিয়া আলোচনা করে। আমাকে যদি কেউ কোন হুজুরের সারা রাতের ওয়াজ (সেটা যে উপলক্ষেই হোক না কেন) নারীর বেলেল্লেপনা,নারী জাতি উচ্ছেনে যাচ্ছে প্রভৃতির বর্ণনা ব্যতীত শুনাইতে পারে তবে সেটা আমার "ভুল ধারণা" ভেঙে ফেলতে সহায়ক হতো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।