কোথাও কেউ নেই একদা এক বৃদ্ধ লোক স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করতেছিলো। তখন এক তরুন আসলোএবং বৃদ্ধ লোকটির কাছে সময় জিজ্ঞাস করলো। কিন্তু বৃদ্ধ লোকটি সময় বললোনা।
তরুনটি বার বার সময় জিজ্ঞাসকরলো, কিন্তু বৃদ্ধ লোকটি বললোনা। তরুনটি বৃদ্ধ লোকটির নিকট সময় না বলার কারন জানতে চাইলো।
বৃদ্ধ লোকটি বললো--->
আমি যদি তোমাকে সময় বলি, তুমি জানতে চাইবে আমার নাম,কি করি ইত্যাদি। তখন আমি তোমার সম্পর্কে জানতে চাইবো। তখন আমাদের মাঝে স্বাভাবিক কথোপকথন চলতে থাকবে। by chance তুমি আমারপাশে সিটটা নিয়ে বসবা ট্রেনে। তখন হয়তোবা তুমি আমার সাথে একি স্টেশনে নামবা।
আমার মেয়ে আমাকে নিতে আসবে। আমার মেয়ে আমাকে তোমার সাথে দেখে ফেলবে। আমার মেয়ে অনেক সুন্দরী। তুমি হয়তোবা তার প্রেমে পড়ে যাবা,
এমনকি হয়তোবা আমার মেয়েও
আর তখন আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে।
এবং তাই আমি দুঃখিত।
আমার এমন দরিদ্র জামাইয়ের দরকার নেই, যার কাছে সময় দেখার জন্য
একটা ঘড়িও থাকে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।