আমাদের কথা খুঁজে নিন

   

মুরব্বি গো সবচেয়ে বড় প্রবলেম কি জানেন নি ভাইয়া ,

আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন

মুরব্বি গো সবচেয়ে বড় প্রবলেম কি জানেন নি ভাইয়া , হেতেরা বেকে মনে করে যে , ইয়ংরা সব বেলাইনে চলি যার । হেতেরা ইয়াংগোর লাই নানান ধরনের আইন কানুন ঠিক করি দেয় , এটা কৈইরো না , ঐটা কৈইরো না ? হেতের গো ভাব সাব দেখলে মনে অয় , হেতেরা কুনগা লাইনে আছে আরি ? আর তো মনে অয় , আনগো উচিত বুইড়া গোর লাই আইন ঠিক করি দেওন । ইয়ং ভাইয়েরা আম্মেরা কি কন ? আম্মেরা এক্কানা মতামত দেন চাই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।