Django Unchained (2012)
Imdb Rating: 8.5
Top 250 # 56
Personal Rating: 8/10
Won 2 Oscars. Another 33 wins & 53 nominations.
Rotten Tomatoes: 88% Audience:92%
Director: Quentin Tarantino ছবির শেষ অংশে দেখা যাবে।
Genre : Adventure | Drama | Western এই তিন ক্যাটাগরিতে মুভিটি নির্মিত।
মুভিটিতে অভিনয় করেছেন Jamie Foxx (Django Freeman) , Christoph Waltz (Dr. King Schultz) , Leonardo DiCaprio (Calvin J. Candie), Kerry Washington (Broomhilda Von Shaft), Samuel L. Jackson (Stephen) সহ আরো অনেকে।
১৮৫৮ সালের ক্রীতদাসদের জীবনের নির্মমতা তুলে ধরা হয়েছে মুভিটিতে। জাঙ্গ নামে এক ক্রীতদাসের জীবন কাহিনী নিয়ে মুভিটি এগিয়ে চলে।
জাঙ্গ এবং ব্রুমহিলডি নামে আর এক ক্রীতদাস এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নিষ্ঠুর মনিব দুজনের প্রেমের সম্পর্ক প্রকাশ হবার পর দুজনকে আলাদা আলাদা মনিবের কাছে বিক্রির ঘোষণা দেয়। এতে দুজন পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। জাঙ্গকে কিনে নেয় স্পেক ব্রাদার্স আর হিলডিকে কিনে নেয় ক্যালভিন ক্যান্ডি নামে এক ক্রীতদাস ব্যবসায়ী।
এই ঘটনাটি বেশ কয়েকবার ফ্লাস ব্যাকে দেখানো হয়।
মুভিটির শুরুর দিকে চার মিনিট পরে রাতের দৃশ্যে দেখা যায় ‘ডাঃ কিং শুল্জ’ নামে একজন প্রফেশনাল ‘বাউন্টি হান্টার’ ‘ব্রিটল ব্রাদার্স’ নামে তিনজন ওয়ান্টেড ব্যক্তির খোঁজে বের হয়েছে পথে দেখা হয় জন্যস্পেক ব্রাদার্সের সাথে। তাদের ক্রীতদাসদের মধ্যে থেকে জাঙ্গ ‘ব্রিটল ব্রাদার্স’ কে চেনে তাই জাঙ্গকে মুক্ত করে, ‘ব্রিটল ব্রাদার্স’ নামে তিনজন ওয়ান্টেড ব্যক্তির খোঁজ বের হয়। জাঙ্গের সাথে ডাঃ কিং শুল্জের চুক্তি হয় যে জাঙ্গ ব্রিটল ব্রাদার্স মিশন শেষ করতে সহায়তা করবে বিনিময়ে ডাঃ কিং শুল্জ হিলডিকে ক্যালভিন ক্যান্ডির থেকে কিনে নিয়ে দুজনকে মুক্ত করে দিবে। কিন্তু বলা যত সহজ করা তার চেয়ে অনেক কঠিন।
ক্যালভিন ক্যান্ডির চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন লিয়নার্দো ডি কাপিও।
ক্যালভিন ক্যান্ডির থেকে হিলডিকে মুক্ত করতেই বাধে নানা বিপত্তি। হিলডিকে মুক্ত করতে তারা আশ্রয় নেয় কৌশলের। এরপর কৌশল ও চাতুর্যপূর্ন পরিকল্পায় এগোতে থাকে মুভির কাহিনী।
মুভিটিতে নিগ্রোতের অত্যাচারের নানা দৃশ্য আছে যেমন কুকুর লেলিয়ে মানুষ হত্যা, চাবুকপেটা,হটবক্সে পোশাকহীন রেখে শাস্তি দেওয়া – এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
আপনাকে মুভিটির দেখার আনন্দ যোগাবে ডাঃ কিং শুল্জের চরম চমৎকার অভিনয় উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে বুদ্ধিমত্তার সাথে সামলানো, কাহিনীর আকস্মিকতা. কমেডি, মুগ্ধকর ডায়লগ, ক্যালভিন ক্যান্ডির থ্রিলার এ্যাকশন
এবং জাঙ্গ চরিত্রে Jamie Foxx এর অসাধারন অভিনয় ।
যে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছেঃ
What's your name?
Django.
Can you spell it?
D-J-A-N-G-O.
The D is silent.
I know.
কুকুর লেলিয়ে মানুষ হত্যা
ক্যালভিন ক্যান্ডির থ্রিলার এ্যাকশন
Quentin Tarantinoএর ডায়নামাইট ধ্বংসের দৃশ্য
এবং শেষের চমৎকার সব দৃশ্য
যারা ওয়েষ্টার্ন মুভি পছন্দ করেন তাদেরতো ভালো লাগবেই এছাড়াও অন্যদেরকে পরিচালক নিরাশ করেন নাই।
তাহলে দেখা শুরু করুন Django Unchained (2012)।
শুভ হোক মুভি দেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।