গনতন্ত্রের মুক্তি আর স্বৈরাচার নিপাত যাওয়ার জন্য জীবন দিলেন নুরহোসেন। কিন্তু দুই যুগ পর এটি প্রমানিত গনতন্ত্রও মুক্তিপায়নি, স্বৈরাচারও নিপাত যায়নি। বর্তমানে চলছে গনতান্ত্রিক স্বৈরতন্ত্র।
আমরা পেলাম এমন এক বাংলাদেশ যা স্বরুপ হলো....
রাষ্ট্র গনতান্ত্রিক, আচরণ স্বৈরতান্ত্রিক
দল রাজনৈতিক, আচরণ সন্ত্রাসী
যেমন বাসভাড়া সিটিং, সার্ভিস লোকাল।
গনতান্ত্রিক দেশের নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এর চিত্র হলো ..
এক দলের নেত্রী প্রধানমন্ত্রীর প্রটোকল নিয়ে প্রতিদিন নিজ মার্কায় ভোট চাচ্ছেন, এবং তার সম্পাদক নির্বাচনী ফরম বিতরন করছেন,
অপর দলের নেত্রী পুলিশ বেষ্টিত বাসায় অবরুদ্ধ, আর তার মহাসচিব পুলিশের ঠেঙ্গানির ভয়ে লুকায়িত, এই হলো আমার প্রিয় গনতান্ত্রিক বাংলাদেশ। তাহলে আপনিই বলুন নুরহোসেন এর রক্ত কি বৃথা নয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।