ফেনীর দাগনভূঞায় পিকেটারদের ধাওয়ায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে ইলিয়াছ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আরও দুইজন ও চালক আহত হন।
আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফেনী-মাইজদী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ (৩৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের পেশকারহাট গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার এয়ারপুরের গ্রামের আবুল হোসেন (৪০), কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের পেশকারহাট গ্রামের মনির আহমদের ছেলে হাফিজ আহমদ (৩৫) ও গাড়ি চালক একই এলাকার মাইনুদ্দিন (৩৮)।
তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিসহ তিন ব্যক্তি যাত্রী হিসেবে নোয়াখালী থেকে দাগনভূঞাগামী অ্যাম্বুলেন্সে করে আসছিলেন। পথে নোয়াখালী ও ফেনীর সীমান্তবর্তী এলাকার সেবারহাট ব্রিজ এলাকায় এলে পিকেটাররা পেছন থেকে গাড়িটি ধাওয়া করে।
এতে চালক ভীত হয়ে দ্রুত গাড়ি চালাতে গিয়ে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে মুক্তার বাড়ী এলাকায় একটি গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।