হোসে মরিনহোর শিষ্যরা আবার পয়েন্ট হারালো। গত শনিবার ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ইতো এবং ইডেন হ্যাজার্ডের গোলও জয় উপহার দিতে পারেনি স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকদের। এই ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে পড়ল ব্লুজরা। চেলসির ড্রয়ের দিনে লিভারপুল ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফুলহ্যামকে।
লুইস সুয়ারেজের জোড়া গোলই অলরেডদের বড় জয় এনে দিয়েছে। এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগের দ্বিতীয় স্থানে জেঁকে বসেছে লিভারপুল। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাউদ্যাম্পটন এবং ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ম্যানসিটি সপ্তমে এবং ম্যানইউ অষ্টমেই পড়ে আছে।
এদিকে ইতালিয়ান সিরি এ লিগে জয় পেয়েছে ইন্টার মিলান। তারা ২-০ গোলে হারিয়েছে লিভোরনোকে। এই জয়ে ইন্টার মিলান ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ইতালিয়ান লিগে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রোমা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নেপোলি এবং জুভেন্টাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।