নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার সকাল ৬টার দিকে তেজগাঁওয়ের সিটি পেট্রোল পাম্পের সামনে হরতালকারীরা কয়েকটি হাতবোমা ফাটায় বলে জানান তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১৪ নম্বরে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকেও সকালে ককটেল ফাটানো হয়।
সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১১ নম্বরে বাংলা স্কুল এলাকায় শিবিরের মিছিল থেকে অন্তত তিনটি হাতবোমা ফাটানো হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে পল্লবী থানা পুলিশ জানায়।
শিবিরকর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল করেছে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকাতেও।
হরতাল শুরুর আগের রাত থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র্যাব।
হরতালের মধ্যে রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম।
গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকার কাছাকাছি দুএকটি গন্তব্যের বাস ছেড়ে যাচ্ছে মাঝেমধ্যে।
ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হরতালের প্রথম দিন রোববার মিরপুর মাজাররোড এলাকায় একটি বাসে আগুন দেয় পিকেটাররা। রাতে গেন্ডারিয়া ও ধানমন্ডিতে যাত্রীবাহী লেগুনায় ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন ছয় জন।
রাত সাড়ে ৮টার দিকে সার্ক ফোয়ারা এলাকায় হরতালের সমর্থনে অন্তত অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে।
তবে কেউ হতাহত বা গ্রেপ্তার হননি।
ফেনীর দাগনভূঁইঞায় রোববার পিকেটারদের ধাওয়ায় পালাতে গিয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হন। আর চট্টগ্রামে হরতাল সমর্থকদের ধাওয়ায় অটোরিকশা উল্টে নিহত হন নির্মল দাশ (৪৫) নামে বেসরকারি মেডিকেল ইউএসটিসির এক পরিচ্ছন্নতা কর্মী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।