আমাদের কথা খুঁজে নিন

   

টেকটিউনে এই প্রথম একটি সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরির A-Y ভিডিও টিউটোরিয়াল। (রেজিঃ থেকে ওয়ার্ডপ্রেস পর্যন্ত )। না দেখলে আপনার লস!

আসসালামু আলাইকুম। শীতের এই মিষ্টি দুপুরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনেকেই অনলাইনে HTML, CSS তথা ওয়েব ডিজাইন এর কাজ শিখতে চান, আবার অনেকে শিখছেন। তবে এই কাজ গুলো Practice করার জন্য আপনার চাই একটি ফ্রী ডোমেইন এবং একটি ফ্রী হোস্টিং। তবে শুধু ডোমেইন এবং হোস্টিং থাকলেই কিন্তু হল না, এই দুইটাকে কিভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু একটা বড় ব্যাপার।

কাজেই আপনাদের এই সমস্যার কথা বিবেচনা IT Bari আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রীতে ওয়েবসাইট তৈরির প্রাথমিক টিউটোরিয়াল। এতে আপনি যা যা পাবেন- . কিভাবে একটি ফ্রী ডোমেইন রেজিঃ করবেন . কিভাবে একটি ফ্রী ১০ জিবি হোস্টিং রেজিঃ করবেন . কিভাবে সদ্য রেজিঃ করা ডোমেইন এবং হোস্টিং সেটিং করবেন . কিভাবে আপনার রেজিঃ করা সাইটে WordPress ইন্সটল করবেন . ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর আপনি কিভাবে পোস্ট করবেন . কিভাবে পোস্ট এ ইমেজ বা ছবি যোগ করবেন . কিভাবে মিডিয়া লাইব্রেরিতে ছবি রাখবেন এবং সেখান থেকে আপনার পোস্ট এ ছবি নিয়ে আসবেন . এছাড়াও ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড নিয়ে বেসিক কিছু পরিচিতি এবং নতুনদের জন্য একটু হালকা আলোচনা রয়েছে
এই টিউটোরিয়াল কিন্তু নতুনদের জন্য। যারা জানেন তাদের না দেখলেও চলবে। কাজেই যারা এই সেক্টরে আগ্রহী এবং প্রাকটিস করার জন্য সাইট খুলতে চান তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো বিশেষ কাজে আসবে বলে আশা রাখি।
তো কথা না বাড়িয়ে সরাসরি ধারাবাহিক ভাবে দেখে নেই ভিডিও টিউটোরিয়ালগুলোঃ ভিডিও ০১- http://www.youtube.com/watch?v=9TJwTvCWFmQ ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=9TJwTvCWFmQ&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com ভিডিও ০২- http://www.youtube.com/watch?v=c76ZudXGg-g ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=c76ZudXGg-g&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com
ভিডিও ০৩- http://www.youtube.com/watch?v=MbCwTm-sZzM ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=MbCwTm-sZzM&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com
ভিডিও ০৪- http://www.youtube.com/watch?v=9IMkZF9zj8s ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=9IMkZF9zj8s&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com
ভিডিও ০৫- http://www.youtube.com/watch?v=q_DQs_NyLrQ ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=q_DQs_NyLrQ&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com ভিডিও ০৬- http://www.youtube.com/watch?v=FIHUe_EbbJY ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=FIHUe_EbbJY&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com
ভিডিও ০৭- http://www.youtube.com/watch?v=dGAPjZVPFXE ডাউনলোড লিঙ্ক- http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=dGAPjZVPFXE&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com
ভিডিও গুলো সম্পর্কেঃ কপিরাইট - IT Bari (আইটি বাড়ি) লিঃ Warning: উপরের ভিডিওগুলো আপনাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত।

নিজে দেখুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। কিন্তু ভিডিওগুলো বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।
কোন সমস্যায় সরাসরি আমাদের গ্রুপে প্রশ্ন করুন। এখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। কেমন হয়েছে জানাবেন।

ভাল থাকবেন সবাই। আগামি পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ্‌।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।