আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশরূপী জানোয়ার



আজকে মিরপুর সনি সিনেমা হলের নিচে বসে ৪ জন বন্ধু মিলে চা-খাচ্ছিলাম। তো হরতালের কারনে সিনেমা হলের সামনে ৪-৫টা পুলিশ ডিউটি করছে। এই জায়গায়টায় খুব কমই গন্ডগোল হয়। কিন্তু তারা নিরাপত্তার নামে যা করছে, তাতে সংশয় হয় এই পুলিশগুলার কি আদৌ কোনো শিক্ষাই নেই নাকি? তারা যা করে তা এককথায় হয়রানি। চা খেতে খেতে লক্ষ্য করলাম যে রিকশায় ২ বা ততোধিক পুরুষ দেখে তাই আটকিয়ে তল্লাশি।

যাক তাও ভালো। কিন্তু তারা যখন ২টি মেয়ে, যারা সেজেগুজে হাতে পড়ার ব্যাগ নিয়ে যাচ্ছে, তাদেরও দাঁড় করিয়ে তল্লাশি চালায়, একদম কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে - সেটা খুবই দৃষ্টিকটু দেখায়। এটা কিন্তু একধরণের যৌন-হয়রানিও বটে। কিছুক্ষণ পরই দেখা গেলো এক রিকশা আটকালো যেটাতে এক কপোত-কপোতী যাচ্ছিল। কপোতীর সৌন্দর্যে পুলিশরা এতো মুগ্ধ হয়েছেন যে ২জন পুলিশ একদম গা ঘেষে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করল।

আর ছেলেটিকে বেশ দূরে নিয়ে শাসাচ্ছে। এইগুলা কি ধরণের/কি মানের নিরাপত্তা??? এই হয়রানিই যদি নিরাপত্তার অর্থ হয় তবে চাই না এই নিরাপত্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.