প্রিয় রুদ্র,
...তুমি আকাশের ঠিকানায়
চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ
জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও?
তুলোর মতো, পাখির মতো? তুমি এই
জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো।
তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। ...এক সময়
যা ইচ্ছে হতো তোমার তাই করতে।
ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প
করতে - করতে।
ইচ্ছে যদি হতো সারাদিন
পথে পথে হাটতে - হাটতে।
কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার
হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন
ইচ্ছে খেলেছো। ...
...আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার
শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায়
ছিলো? যখন পয়সার
অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর
কাটিয়েছো।
আমি না হয় তোমার বন্ধু নই,
তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই
যে এখন তোমার নামে মেলা হয়, তোমার
চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত
থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম
করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?...
...শেষদিকে তুমি শিমুল নামের এক
মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও
হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন
করলে।
শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট
হচ্ছিলো। এই ভেবে যে,
তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প
শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার
জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য
তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প
শুনে আমার কান্না পায় না বলো?
তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে !
আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন
হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল
মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি,
তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে,
তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি।
তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর
কাউকে ভালোবাসতে পারিনি।
ভালোবাসা যে যাকে তাকে বিলোবার
জিনিস নয়। ...
ইতি,
সকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।