বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) গতকাল পে- অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) দাবিকৃত পাওনা অর্থ পরিশোধ করেছে। এর মাধ্যমে বিডিবিএলের সঙ্গে বেক্সিমকোর সৃষ্ট জটিলতা এখন মীমাংসিত ইস্যু বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বেক্সিমকো। এর আগে গত রবিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয় বেক্সিমকো বিডিবিএলের পাওনা পরিশোধ না করায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাত্র একদিনের মাথায় পাওনা পরিশোধ করে মামলা ঠেকালো বেক্সিমকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।