আমাদের কথা খুঁজে নিন

   

শীতপোশাকে আধুনিকতা

ফ্যাশনপ্রেমীদের কাছে শীতকাল সব সময়ই একটি আকর্ষণীয় ঋতু। অবশ্য প্রয়োজনের তাগিদেও এ সময় নতুন গরম পোশাক কিনতে হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। তাই পোশাকে লাগছে আধুনিকতার ছোঁয়া।
হাল ফ্যাশনের শীত উপযোগী পোশাক সম্পর্কে দেশি প্রতিষ্ঠান চরকা’র কর্ণধার জাভেদ কামাল বলেন, “কিশোরী ও তরুণীরা ইদানীং জিন্স-টপসের মতো পশ্চিমা পোশাকগুলোর দিকে ঝুঁকছে।

এ ছাড়া পোশাকের কাটিংয়ে এসেছে অনেক পরিবর্তন। শীতের জন্য এসেছে কোয়ার্টার কিংবা ফুলহাতা পোশাক। ”
এই মৌসুমে দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রা বিভিন্ন রকম। দুপুরে গরম, সন্ধ্যায় শীতের আমেজ। এই দিকে খেয়াল রেখে মেয়েদের শাল বা চাদরেও এসেছে নতুনত্ব।


এই বিষয়ে জাভেদ বলেন, “মেয়েদের শালে এবারে আমরা কিছু হাতের কাজ করেছি। যেমন চুমকির কাজ, মেশিন এম্ব্রয়ডারি, প্যাচওয়ার্ক ও কাতানের পাড়ের ব্যবহার। এসব শাল একটু খাটো। তাই দিনে ওড়না আর সন্ধ্যার পর শাল হিসেবে ব্যবহার করা যায়। ”
“ঋতুভেদে মেয়েদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে।

লং লেন্থের কামিজের সঙ্গে হাইনেক কলারের ব্যবহার করা হয়েছে। কুর্তায় বসছে শার্ট কলার। আর কলারের মাঝে বসানো হয়েছে ব্যান্ড বা প্লেট। এছাড়া লং লেন্থের পাঞ্জাবির কাটিংয়ে কুর্তিও এবারের শীত ফ্যাশনের সঙ্গে যোগ হয়েছে। ” বললেন নগরদোলার চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ আলী আফজাল।


শীত মৌসুমের কথা মাথায় রেখে বার্ডস আই এনেছে ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা পোলো শার্ট, ম্যাগি হাতা ক্যাপ শার্ট, ফুলহাতা ক্যাপ, ফুলহাতা সোয়েটার, ফুলহাতা শার্ট ও বাচ্চাদের ক্যাপ। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক শীতে পরার উপযোগী করে তৈরি। পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে।
মুসলিম কালেকশন এই শীতে নিয়ে এসেছে নতুন ডিজাইনের বাহারি সব শার্ট। ক্যাজুয়াল, ফরমাল ও অফিসিয়াল শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়।


পুরুষের শীত পোশাকের মধ্যে প্রথমেই ভাবনায় আসে সোয়েটার ও জ্যাকেট। এ ছাড়া কিছু কিছু পোশাকের সঙ্গে শীতের চাদরও বেশ মানিয়ে যায়।
তবে বর্তমান স্টাইলিশ শীত পোশাক হিসেবে জ্যাকেটের চলটাই সবচেয়ে বেশি। বাংলাদেশে দেশীয় জ্যাকেটের পাশাপাশি দেখা মেলে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি জ্যাকেট।
নিউমার্কেটের দক্ষিণ ভবনের দোতলা ও তিনতলায় রয়েছে ছেলেদের বিভিন্ন পোশাকে দোকান।

সেখানে ঘুরে দেখা গেল জ্যাকেটের দাম ২ হাজার টাকা থেকে শুরু। মান ও কাপড়ের উপর দামের তারতম্য  রয়েছে।
বসুন্ধরাসিটি শপিং মল ও ইস্টার্ন প্লাজায় রয়েছে বেশ কয়েকটি চামড়ার তৈরি পণ্যের দোকান। যেগুলোতে চামড়ার জ্যাকেটও বিক্রি হয়। দাম ৮ হাজার থেকে শুরু।

তবে এই ধরনের জ্যাকেট আরেকটু কম দামে পাওয়া যায় ঢাকার হাজারিবাগ।
এই এলাকার ট্যানারি মোড়ের এসএ লেদার গুডসের বিক্রেতা নাসির বলেন, “আমাদের এখানে বিভিন্ন দামের চামড়ার জ্যাকেটের মূল্য সাড়ে ৬ হাজার থেকে ১২ হাজার টাকা। ”
একটু কম দামেও জ্যাকেট তৈরি করেন তারা। তবে মান ভালো হয় না।
নাসিরের কথায়, “অর্ডার করলে সাড়ে ৫ হাজার টাকা দিয়েও চামড়ার জ্যাকেট তৈরি করে দিব।

তবে সেগুলো ২ বছর পর শক্ত হয়ে যায়। ”
বিভিন্ন ধরনের জ্যাকেটের সঙ্গে পাল্ল দিয়ে বাড়ছে হুডির জনপ্রিয়তা। গেঞ্জি কাপড় কিংবা ট্রাউজারের কাপড়ের মতো উপকরণ দিয়ে তৈরি এই হুডিগুলো শরীরের শীত নিবারণের পাশাপাশি থাকে স্টাইলিশ হুড, যা শীত থেকে রক্ষা করে মাথা ও কান।
রাজধানীর বেশিরভাগ মার্কেটেই পাওয়া যায় এই হুডি। তবে কম দামে কিনতে চাইলে বঙ্গ বাজার ও ঢাকা কলেজের বিপরীতে মার্কেটগুলোতে ঢুঁ দেয়া যেতে পারে।

দাম ২শ’ টাকা থেকে শুরু।
এছাড়া এক্সট্যাসি, ইনফিনিটি, মেনজ ক্লাব, ওয়েস্টেক্স- এর মতো দোকানগুলোতেও উঠতে শুরু করেছে শীতের হুডিসহ নানান ধরনের ছেলেদের গরম কাপড়।
পুরুষের স্টাইলিশ শীত পোশাক হিসেবে সোয়েটারের গুরুত্ব খানিকটা কম হলেও এর কদর এখনও কমেনি। তবে একেবারে বেসিক উল নিটেড সোয়েটারের চেয়ে মিক্স স্টাইলের সোয়েটারই বেশি চলছে।
ঢাকা কলেজের বিপরীতে নেহার ভবনের মনির গার্মেন্টসের কর্ণধার মনির বলেন, “যেসব সোয়েটারে জ্যাকেটের মতো জিপার বা হুড আছে সেগুলোর চাহিদা তরুণদের মধ্যে বেশি।

তবে একটু বয়স্কদের মধ্যে একরঙা বা স্ট্রাইপের গোলগলা সোয়েটারের চাহিদা রয়েছে। ”
শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানান স্টাইলের জিন্সের চলটাই সবচেয়ে বেশি। ক্যাজুয়াল পরিবেশে জ্যাকেট বা সোয়েটার পুরুষের সাজ পোশাকের সঙ্গে বেশ মানানসই।
মেয়েদের মধ্যেও রয়েছে জিন্সের চাহিদা। বঙ্গ ও নিউমার্কেট ঘুরে জানা গেল মেয়েদের একটু চাপা জিন্স আর ছেলেরা একটু ঢিলেঢালা জিন্সের দিকে ঝুঁকছেন।

এসব জিন্সপ্যান্টের দাম ৯শ’ টাকা থেকে শুরু।
এছাড়া গ্রামীন-ইউনিক্লো (কাটাবন ও কাকলী শাখা), ওয়েস্টেক্স (এলিফ্যান্ট রোড ও বসুন্ধরা সিটি শাখা), বিগবস (ধানমণ্ডি ৩) এসব দোকানেও রয়েছে জিন্সের বাহারি সংগ্রহ।
ছবি সৌজন্যে : চরকা, গ্রামীন-ইউনিক্লো ও মেন্জ ক্লাব

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.