বোবা আর বোকার কোনো শত্রু নাই গত বছরের ১৪ জুন নোয়াখাইল্যা লুলীয় প্রবাদ শিরোনামে একটা পোস্ট দিছিলাম। কিন্তু সারা জাতি আমারে হতাশ করিচ্ছে। এই দুর্বোধ্য ভাষা যে একমাত্র নোয়াখাইল্যারা ছাড়া কেউ বুঝে নাই। তাই কয়েকজনের অনুরোধে আজ সেই দুর্বোধ্য প্রবাদগুলারে বোধগম্য করে দিলাম। নেন এবার ব্যাক্কে মিলি নোয়াখাইল্যা ভাষা শিখি হালান।
1. হেতে হুইসের হোন্দেদি কুরাইল চালায়।
সে সূঁচের পাছা দিয়ে কুড়াল চালায়।
2. রইদ অয় জড়ি অয় হেঁইত হিয়ালের বিয়া অয়।
রোদ হয় বৃষ্টি হয় খেঁক শিয়ালের বিয়ে হয়।
3. তাইরে নাইরে বন্দুরে, কোমড়া কাডে উন্দুরে।
তাইরে নাইরে বন্ধুরে কুমড়া কাটে ইঁদুরে।
4. আমনা হায়না জাগা, কুক্তা হালো বাগা।
নিজে পায়না জায়গা, কুকুর পালো বাগা।
5. ইয়ান তুন মাইরলাম থাল, থাল গেলো বরিশাল।
এখান থেকে মারলাম থাল, থাল গেলো বরিশাল।
6. একেতো নাচনী বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি।
(বুঝি লন মাইয়া লোকের পেটে কথা থাকে না)
7. আল্লার কি কুদরত, গাছের আগাত সরবত। :-*
আল্লাহ্ কি কুদরত, গাছের আগায় শরবত। (এটা একটা নোয়াখাইল্লা IQ। উত্তরঃ আঁখ)
8. জামাইর লাইও হরাণ হড়ে, মোর্গের লাইও হরাণ হড়ে।
জামাইয়ের জন্য পরাণ পড়ে, মোরগের জন্যও পরাণ পড়ে।
9. যে হাতে খায় হেই হাতে আগে।
যে পাতে খায়, সে পাতে পায়খানা করে। (কি লজ্জা!!)
10. হমদে হাইনা গন্দে খাইনা
এমনিতে পাই না গন্ধে খাইনা।
11. মাথার উরপে নাই চাল, হইন্নির হুত দ্যায় হাল।
মাথার উপরের নেই চাল, ফকিরনীর পুত দেয় হাল।
12. জাইনলে হোন্দ দেয়,না জাইনলে ঠ্যাঙ দেয়।
জানলে বাগ, না জানলে থাক। (আভিধানিক অর্থটা এরকম)
13. ক্ষেতের তুন আইল বুড়ি, বুড়ি দিলো হাতে মুতি। (
ক্ষেত থেকে আসলো বুড়ি, বুড়ি দিলো পাতে মুতে।
(এটাও একটা নোয়াখাইল্লা IQ। উত্তরঃ পেঁয়াজ)
14. বেয়াই আমনে আইছেন খুশী অইলাম, থাইকতেন'ন জানি, কনদিন আইবেন কই জান।
বেয়াই আপনি আসছেন খুশি হয়েছি, থাকবেন না জানি, কোনদিন আসবেন বলে যান। (নোয়াখাইল্লারা কিন্তু এত কিপ্টা নয়। মনে হয় অন্য কোন এলাকার ঘটনা কইছে)
15. দাদা কইছে বাইন্তে দান, বাইন্তে আছি ওদা দান।
দাদা বলেছে ভানতে ধান, ভানতে আছি ওদা ধান(নরম ধান হবে মনে হয়, শুদ্ধটা আমি নিজেও জানি না)
16. ঠাডা হড়ি বগা মরে হৈরা কেরামতি ঝাড়ে।
বজ্রপাত পড়ে বক মরে ফকিরে কেরামতি ঝাড়ে।
17. তুই আঁডছ ঠাইলে ঠাইলে আঁই আঁডি হাতায় হাতায়।
তুই হাঁটিস ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায়।
18. তুই যেই হইরের মাছ আঁই হেই হইরের উদ্ ।
তুই যেই পুকুরের মাছ আমি সেই পুকুরের উদ্। (উদ্ প্রাণীটারে আমি নিজেও চিনি না)
19. লাল কাপড় হাঁচ আতও বালা, সুন্দর জামাই বুতাও বালা।
লাল কাপড় পাঁচ হাতও ভালো, সুন্দর জামাই বোকাও ভালো।
20. যারলাই কইরলাম চুরি হেতে কয় চোর। যার গর কইরলাম চুরি হেতেও কয় চোর।
(
যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যার ঘর করলাম চুরি সেও বলে চোর। (এর থেকে বুঝা যায় নোয়াখাইল্যারা অন্যের জন্য অনেক আন্তরিক)
21. আঁতি খাদে হইড়লে চামচিকাও লাইচ্ছায়। /
হাতি খাদে পড়লে চামচিকাও লাথি দেয়।
22. হাইদলে বো’এ বাত খায়না চুরি করি চাইল চাবায়:-*
সাধলে বৌয়ে ভাত খায়না, চুরি করে চাল চিপায়।
23. ঊনা কলসি লড়ে বেশী
ঊনা কলসি নড়ে বেশী।
24. কৃপনের ধন বক্কিলে খায়। (
(বক্কিলরে চিনি না। তয় মনে হয় কিপ্টার ধন মাইনষে লুটিপুটি খায়। )
25. চোরেরে কয় চুরি কর গীরস্তরে কয় হজাগ থাক।
চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক। (মনে হয় অন্য এলাকার মানুষের কথা বলছে)
26. নিজেরটা হোলআনা হরেরটা কিছুইনা,
নিজেটা ষোল আনা অন্যেরটা কিছুই না। (একথাটাই এখানে লিখতাম)
27. কুত্তার লেজ হতরো বছর
চুঙ্গাত থাইকলেও বেঁড়িয়া যায়।
কুকুরের লেজ সতের বছর চোঙ্গার মধ্যে থাকলেও বেঁকে যায়।
28. কাউয়া চিনে ঘাউয়া কাঁডল।
কাক চেনে খাওয়া কাঁঠাল।
29. মাইনষের শক্র কানা
হইরের শক্র হেনা। :-*
মানুষের শত্রু কানা লোক, পুকুরের শত্রু কচুরীপানা।
30. লেয়া হড়া খুব সহজ,
যদি হরিক্কা না থাইকতো।
লেখা পড়া খুব সহজ, যদি পরীক্ষা না থাকতো।
(আমার মনের কথাটা কইছে)
31. লেছকা ঈমানদারের তুন কাট্টা বেঈমানদার বালা। :-*
নড়বড়ে ঈমানদারের চেয়ে সাচ্চা বেঈমানদার ভালো।
32. মরা গরুর দাঁত ছাই কি লাভ।
মরা গরুর দাঁত দেখে কি লাভ?
33. দুই দিনের বৈরাগী নয়
ভাতেরে কয় অন্ন।
(বৈরাগীরে ইনস্যাল্ট করছে গো ভাই ইনস্যাল্ট করছে)
34. ঝড়ে বগা মরে
হইরের কেরামতি ঝাড়ে।
ঝরে বক মরে ফকিরে কেরামতি ঝাড়ে।
35. খাইতে কইলে খায়না
হাতে দিলে থায়না।
খেতে বললে খায়না পাতে দিলে থাকেনা। (নোয়াখাইল্যারা কিন্তয় এমন না। এরা একথার লোক)
36. এক চোরে বিয়া করে আরেক চোরের হালী।
এক চোরে বিয়ে করে আরেক চোরের শালী।
37. হাত দিন চোরের এক দিন গিরির।
সাত দিন চোরের এক দিন গৃহস্থের।
38. কা’ড় হছন্দ কাছায়, গরু হছন্দ পাছায়।
কাপড় পছন্দ কাছায়, গরু পছন্দ পাছায়।
39. হোদ্দলার শীত কানে, মাইয়াওলার শীত রানে।
কি লুল! কি লুল!! পুরুষের শীত কানে মেয়েলোকের শীত রানে।
40. জাতের মেয়ে কালাও ভালা নদীর হানি ঘোলাও ভালা।
জাতের মেয়ে কালোও ভালো নদীর পানি ঘোলাও ভালো।
41. কর্তার হাদে গন্দ নাই।
কর্তার পাদে গন্ধ নাই। (ছি!! কি বলে এসব)
42. তোর কতা আঁর বেইনরাইতের হাদের লাইন।
তোর কথা আমার ভোর রাতের পাদের সমান। (মাইনষেরে কিভাবে ইনস্যাল্ট করে দেখছেন)
43. জোয়ানতি কালে দিলানা কা’ড় শখ করি হিনতো,
বুড়াতি কালে দিছে কাড় চেঁছাই চেঁছাই আঁইটতো। (
জোয়ান কালে দিলেনা কাপড় শখ করে পড়তে, বুড়া কালে দিলে কাপড় চেঁছড়িয়ে চেঁছড়িয়ে পড়তে।
(আহঃ স্বামীর প্রতি স্ত্রীর কি অগভীর ভালুবাসা)
44. তোরে আল্লা ভাতে হুতে বাড়াক।
তোকে আল্লাহ ভাতে পুত্রে বাড়িয়ে দিক।
45. ক্লাস ওয়ান গু'র দোয়ান,
ক্লাস টু খায় গু,
ক্লাস থিরি, হোন্দ গেলো ছিরি বিরি,
ক্লাস ফোর হেড মাস্টারের জুতা চোর,
ক্লাস ফাইব গুএর পাইপ,
ক্লাস সিক্স খায় কিসমিস,
ক্লাস সেভেন মাইয়া বিয়া দিবেন,
ক্লাস এইট স্বর্ণের গেইট,
ক্লাস নাইন দশ টাকা ফাইন,/
ক্লাস টেন বিয়ে কইরবেন। (
(এগুলা শুদ্ধ করার কিছু আছে নি?)
46. মায় কয়না হুত,
খালা কয় আঁর বৈন হুত। :-*
মায়ে বলে না ছেলে,
খালা বলে আমার বোনের ছেলে।
47. বাপের বইন হু,
কুত্তার মত রু’। /
বাবার বোন ফুফু,
কুকুরের মত আত্মা। (কিছুই বুঝলাম না )
48. বাড়ীর গরু ঘাঁডার ঘাস খায়না।
বাড়ীর গরু বাড়ীর সামনের ঘাস খায় না।
49. হালা হৈকের জ্বালা বেশী।
(
পালা পক্ষীর জ্বালা বেশী।
50. আগের আল যেমনে যায় হিছের আলও হেমনে যায়। /
আগের হাল যেভাবে যায়, পেছনের হালও সেভাবে যায়। (এক্সাম্পলঃ তারেক রহমান আর কোকো,,,,বুইজ্জা লন)
51. নানার বাড়ির কিচ্ছা মার কাছে কয়। (
নাননর বাড়ীর গল্প মায়ের কাছে করা।
(নোয়াখাইল্যা গো কাছে এ পুস্ট দেয়া আরকি!!!)
52. খাদের যুগী বনের হিয়াল
হেতার আবার বেন বিয়াল।
খাদের যোগী বনের শিয়াল,
তার আবার সকাল বিকাল। (নিজেই বুঝি না, কেউ বুঝলে জানাইয়েন)
53কেড কেডিয়া কুত্তার গেড গেডী বেশী।
(যদ্দুর বুঝছি ত্যাড়া কুকুর চিল্লায় বেশী)
54. হোলা ডেগা, হাদে গুড়ুম।
পোলা পিচ্ছি, পাদে গুডুম।
(সবাই নাক ধরেন)
55. ডেঙ্গার কচু পোঁন্দে বাঁধি ঝগড়া।
বাগানের কচু পাছায় বেঁধে ঝগড়া। (মাইনে কইতাছি নোয়াখাইল্যারা এমন কাজ করে না। )
56. হৈরায় কয় বৈরাইগ্যায় মাগি খায়। :-*
ফকিরে বলে বৈরাগী ভিক্ষা করে খায়।
57. কারো গর হোড়ে, কেও বাইউন হোড়ে
কারো ঘর পুড়ে, কেউ বেগুন পুড়ে। (দিনকাল বড়ই খারাপ হয়ে গেছে রে ভাই। সব সেলফিশ)
58. আক্কেইল্লার ইসারা বে- আক্কেইলার ঠেসারা।
আক্কেলওয়ালারে ইশারা, বেয়াক্কেলওয়ালারে ঠুঁয়া।
59. হাঁফের ছা, আগুনের কনা, চোরার হোলার বিশ্বাস নাই।
সাপের বাচ্চা, আগুনের কনা, চোরার ছেলের বিশ্বাস নাই।
60. হোন মরা কাউয়া আসমান ভরা ডাক।
পাছা মরা কাকের আসমান ভরা ডাক।
তারপরও কেউ না বুঝলে আস্তে করে ডাক দিয়েন। বুঝাই দিমু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।