আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপসাতে দুই বিভাগে মনোনয়ন পেল ‘টেলিভিশন’

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাকাডেমি পুরস্কারের জন্য (এপিএসএ) এবার সেরা ছবি ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন’।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪১টি দেশের ২৩০টি ছবির মধ্য থেকে ১৪টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। ১২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে এই পুরস্কার দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা করা হচ্ছে।
‘টেলিভিশন’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের শতকরা ৫৮ ভাগ ছবি তৈরি হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে। আর এই ছবিগুলো নিয়েই গত সাত বছর যাবৎ অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশের ছবি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।’
ফারুকী আরও জানান, আজ মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। অ্যাপসাতে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে ‘টেলিভিশন’ ছবির মনোনয়ন পাওয়ার খবরটি এখানে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.