আমাদের কথা খুঁজে নিন

   

জকোভিচে নাদালের স্বপ্নভঙ্গ

স্বপ্নটা অপূর্ণই রয়ে গেল রাফায়েল নাদালের। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের শিরোপা এবারও স্পর্শ করতে পারলেন না তিনি। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ নির্মমভাবে হারিয়ে দিলেন এ স্প্যানিয়ার্ডকে। গত সোমবার মধ্যরাতে লন্ডনে অনুষ্ঠিত ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে নাদালকে হারিয়েছেন জকোভিচ। ক্যারিয়ারের উজ্জ্বল একটা বছরের সফল সমাপ্তি টানতে পারলেন না নাদাল! তবে জকোভিচ টানা দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জয় করার গৌরব অর্জন করলেন।

নাদাল-জকোভিচ রিভালরিটা অন্য মাত্রায় গিয়েই পেঁৗছল। জয়-পরাজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ২২-১৭! এগিয়ে আছেন নাদালই। তবে জকোভিচও কম নন, তা স্বীকার করছেন সবাই। বেইজিং ওপেনের ফাইনালেও নাদালকে হারিয়ে শিরোপা জিতেছিলেন জকোভিচ। এ নিয়ে জকোভিচ ১০টি ফাইনাল জিতলেন নাদালের বিপক্ষে।

বিপরীতে ফাইনালে জকোভিচের বিপক্ষে নাদালের জয় ৯টি! এই পরিসংখ্যানই বলছে, টেনিস ইতিহাসের সেরা রিভালরি এটাই। এ নিয়ে দুজন ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছেন। এর আগে রেকর্ডটা ছিল লেন্ডল-ম্যাকেনরোর। এ দুজন ৩৭ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। দুজনে খেলেছিলেন ১৮টি ফাইনাল।

নাদাল-জকোভিচ ফাইনাল খেললেন ১৯টি! তবে ফাইনাল খেলার দিক থেকে এখনো এগিয়ে আছেন ফেদেরার-নাদাল! দুজনে মোট ২০টি ফাইনালে মুখোমুখি হয়েছেন। এর মধ্যে অবশ্য নাদালই জয় করেছেন ১৪টি! ফেদেরারের পড়ন্ত এই বেলায় নাদাল-জকোভিচ রিভালরি যে আরও অনেক দূর যাবে, তা বোধহয় বলাই যায়। আর এ লড়াইয়ে সংখ্যায় নাদাল এগিয়ে থাকলেও মর্যাদায় এগিয়ে আছেন জকোভিচই।

এটিপি ওয়ার্ল্ড ট্যুরে আগের ফাইনালটা নাদাল খেলেছিলেন ফেদেরারের বিপক্ষে ২০১০ সালে। সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।

এবারও তাই থাকতে হলো। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জকোভিচ নাদালের বিপক্ষে অপরাজিতই থাকলেন। এ নিয়ে নাদালের বিপক্ষে এই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছেন তিনি। নাদাল ফাইনালে হেরে গেলেও বছরের শেষ পর্যন্ত থাকছেন র্যাঙ্কিংয়ের শীর্ষেই। জকোভিচের ১২১১০ পয়েন্টের বিপরীতে তার রয়েছে ১৩০৩০ পয়েন্ট!

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.