আমাদের কথা খুঁজে নিন

   

লাইন উপড়ে ফেলায় দুর্ঘটনায় করতোয়া, আহত ১৫

মঙ্গলবার রাত আড়াইটার দিকে লালমনিরহাটের তুষভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট রেলের বিভাগীয় প্রকৌশলী আহসান জাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জায়গায় ১২০ ফুট রেললাইন উপড়ে ফেলেছিল দুর্বৃত্তরা। ফলে বুড়িমারী থেকে লালমনিরহাটমুখী করতোয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি পুরোপুরি উল্টে যায়।”
এতে অন্তত ১৫ যাত্রী আহত হন বলে রেল কর্মকর্তারা জানান।
আহসান জাবির জানান, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার পর থেকে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লাইন মেরামত শেষে আবার ট্রেন চলাচল শুরু হতে বিকাল হয়ে যেতে পারে বলে বিভাগীয় প্রকৌশলী জানান।
এর আগে বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুৎ হলে নয় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.