ভালবাসি মা-মাটি-দেশ। স্বপ্ন দেখি একটি সুন্দর সকাল। এক নতুন সূর্যোদয়ের।
এক রকম কি হয় সবকিছু, কিংবা সবাই?
সবাইকেই যে হতে হবে গোছানো এমনই বা কি বাধ্যবাধকতা।
কেউ একজন না হয় হলই বাউণ্ডুলে।
একজন অগোছালোই রইল না হয় তোমাদের সাজানো জগতে।
পরিপাটির মিছিলে হেটে চলুক নগ্নপদ এক যাত্রী।
খুব কি অশালীন হবে বল?
উদ্ভট আচরণে কেউ যদি হতে চায় বিশেষ একজন
যৌক্তিক সমাজে এই একলা এক অযৌক্তিক।
যন্ত্রণাদায়ক তো নয়! একটু সয়ে যাওয়া তার পাগলামি।
বাদলেরই সাথে সখ্যতায় কিছু কি ক্ষতি হয়?
বাসন্তী রঙ্গে সেজে, গিলে খাক সে পূর্ণচন্দ্র
হোক না বৃষ্টিস্নাত আরও আকুল; এই ভরা জ্যোৎস্নায়।
নিকষ আধারে তার একাকী পথ চলা,
নিরুদ্বিগ্ন জীবনে নিরা’দের আশা যাওয়া।
অথবা আত্ম মগ্নতায় তার পরে থাকা যদি বিভ্রান্ত করে তোমায়
তবে সে ভুল তোমারই, দায়টাও।
হিংসা-লোভ আর লালসার বাইরেও থাকে
অসংজ্ঞায়িত জীবন।
কপর্দকশূন্য সেই সহজিয়া যাপন।
নিখাদ আনন্দে ভেসে চলা,
আপনার সুখে আপনি বুঁদ হয়ে থাকা।
আর কেউ নয় তুমিই সে, তোমাতেই বাস তার।
কেউ খুঁজে বেড়ায়, কেউবা আপনি সাজায়
আপনার মাঝে অদ্ভুতুড়ে তারে আপনি পাওয়া যায়।
*************
আপন ব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।