আমাদের কথা খুঁজে নিন

   

গুলিস্তানে জামায়াতের মিছিল-ককটেল-ভাঙচুর

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ও রামপুরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়িয়া ফ্লাইওভারে নীচ থেকে ৩০-৩৫ জন জামায়াত-শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে বংশালের দিকে যেতে থাকে। মিছিলের খবর পেয়ে পুলিশ পিছন থেকে ধাওয়া দিলে শিবিরকর্মীরাও পাল্টা আক্রমণ করে পুলিশকে। পুলিশ আবার ধাওয়া দিলে কয়েকজন শিবিরকর্মী তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দু’টি গাড়ি ভাঙচুর করে। 

ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে আরও অংশ নেয় ঢাকা মহানগর পূর্ব শিবিরের সভাপতি রাশেদুল হাসান রানা ও ৩০-৩৫ জন জামায়াত শিবিরকর্মী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।