আমাদের কথা খুঁজে নিন

   

চুমকীর দ্বিতীয় টেলিছবি 'হৃৎস্পন্দন'

'হৃৎস্পন্দন' নামে নতুন একটি টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। পারভীন সুলতানা দিতির গল্পে এটি চুমকীর পরিচালিত দ্বিতীয় টেলিছবি। এতে অভিনয় করেছেন দিতি, লুৎফর রহমান জর্জ, হিল্লোল, শায়লা সাবি, রজত প্রমুখ।

নাটকটির গল্প নিয়ে চুমকী বলেন, 'গল্পে দেখা যাবে, ব্যবসায়ী রিয়াজুল হক (জর্জ) ও সায়েরা হক (দিতি)-এর একমাত্র সন্তান রিমি (সাবি) ইংরেজি মিডিয়ামে পড়া ছাত্রী। বাবার আদর আর মায়ের শাসনে তিক্তবিরক্ত এই মেয়ে বয়সের সীমারেখা ভুলে গিয়ে জীবনটাকে সে তার মতো পরিচালিত করতে চায়।

এর পর তার জীবনে ঘটে নানা ঘটনা। আশা করি, টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে। '

'হৃৎস্পন্দন' টেলিছবিটি শুক্রবার চ্যানেল আইয়ে বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে। অভিনেত্রী চুমকী অভিনয়ের বাইরে বর্তমানে নাটক রচনা ও পরিচালনার সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার পরিচালিত প্রথম টেলিছবি 'একটি রাত অতঃপর শূন্যতা' চ্যানেল নাইনে গত রোজার ঈদে প্রচার হয়।

আর 'হৃৎস্পন্দন' তার পরিচালিত চতুর্থ কাজ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।