আমাদের কথা খুঁজে নিন

   

সব ট্রফিই চায় শেখ রাসেল

এক মৌসুমে চার ট্রফি জিতে দেশের ফুটবলে নতুন এক ইতিহাস প্রায় গড়েই ফেলেছিল শেখ রসেল ক্রীড়াচক্র। কিন্তু সুপার কাপে রানার্সআপ হওয়াতে তা আর হয়নি। যাক গেলবার না হলেও আসছে মৌসুমে তারা ফেডারেশন কাপ, লিগ, স্বাধীনতা কাপ ও সুপার কাপ জেতার লক্ষ্যেই মাঠে নামবে। গতকাল বাফুফে ভবনে দলবদল সম্পন্ন করার পর শেখ রাসেলের কর্মকর্তা সালেকুজ্জামান সেলিম এ টার্গেটের কথা বলেছেন। সত্যি বলতে কি শেখ জামালের পর শেখ রাসেলই এবার সেরা দল গড়েছে।

তাই তাদের চার ট্রফি জেতাটা অসম্ভব কিছুই হবে না। সমঝোতার ভিত্তিতে দেশের মধ্যমাঠের সেরা খেলোয়াড় জাহিদ হাসান ও নাহিদ মোহামেডানের যোগ দেন। দেশসেরা স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি আগেই সাদাকালোর ঠিকানা বেছে নিয়েছিলেন। তাকে নিয়ে তেমন কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। এরপরও শেখ রাসেলের শক্তি খর্ব হয়নি।

মোহামেডান থেকে রজনী কান্ত বর্মন ও শেখ জামাল থেকে হাসান আল মামুনের মতো অভিজ্ঞ দুই ডিফেন্ডারকে তারা পেয়েছে। এছাড়া যোগ দেন মাসুদ রানা, অসীম দাস, শেখ জামালের শাকিল, জুয়েল রানা, সবুজ, রাবি্ব ও রবিন। এই লোকাল কালেকশনকে সেলিম সন্তোষজনক বলেছেন। তিনি বলেন, আমরা ভালোমানের বিদেশিও মাঠে নামাব। ইতোমধ্যে পাঁচ জনের অনুশীলন দেখা হচ্ছে।

ফ্রান্স থেকে আরেক খেলোয়াড় আসবে। সুতরাং সব ট্রফি জেতা সম্ভব হবে বলে আশা করি। দল তৈরি করতে শেখ রাসেলের এবার বাজেট ৬ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ৩২ লাখ টাকা পাবেন গোলরক্ষক বিপ্লব ভট্টচার্য। গতবারে বিপ্লব দলকে নেতৃত্ব দিলেও আসন্ন মৌসুমে এখন পর্যন্ত অধিনায়ক ঠিক করা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিপ্লবেরই সম্ভবনা বেশি। কারণ ওর সঙ্গে ম্যানেজমেন্টের এ ব্যাপারে চূড়ান্ত আলাপ হয়ে আছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.