ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন মন্টু। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালের মধ্যে গত ১০ নভেম্বর রাতে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের কাছে একটি চলন্ত হিউম্যান হলারে পেট্রোল বোমা ছোড়া হলে বাহনটিতে আগুন ধরে যায়; দগ্ধ হন মন্টুসহ ছয়জন।
পরিদর্শক মোজাম্মেল জানান, মন্টুর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। লক্ষীবাজারের একটি সোনার দোকানে কর্মকার হিসাবে কাজ করতেন তিনি।
হরতালে নাশকতার এই ঘটনায় গত সোমবার রাতে সূত্রাপুর থানায় একটি মামলা করে পুলিশ, যাতে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সংসদ সদস্য ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়াঁ জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাশকতায় উস্কানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে খোকার বিরুদ্ধে।
বিরোধী দলের হরতালে দেয়া আগুনে এ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো।
গত ৩ নভেম্বর হরতালের আগের দিন সাভারে একটি অটোরিকশা পুড়িয়ে দেয়া হলে অগ্নিদগ্ধ হন বেসরকারি কোম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুকুল (৪০)। একদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান তিনি।
এরপর ৪ নভেম্বর গাজীপুর চৌরাস্তায় একটি কভার্ড ভ্যানে দেয়া আগুন মারাত্মকভঅবে দগ্ধ হয় ওই গাড়ির চালকের ছেলে ১৪ বছর বয়সী মনির হোসেন। দুই দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনির।
এছাড়া ২৬ অক্টোবর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগে ঘটনায় গুরুতর দগ্ধ পোশাক শ্রমিক নাসিমা বেগম ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার গভীর রাতে হাসপাতালে মারা যান। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।