ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য শর্টলিস্টেড ২৩ জন প্লেয়ারের প্রোফাইল সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। সেখানে ক্রিস্চিয়ানো রোনালদোর প্রফাইলে মাত্র ৩ টি বাক্য ব্যবহৃত হয়েছে। যেখানে অন্য খেলোয়াড়দের প্রোফাইলের জন্য আরো বেশি কথা খরচ করা হয়েছে।
Click This Link
তারপরেও ৩ টি বাক্যের মাঝে কোন প্রশংসা-সুচক কথা নেই।
প্রথমে বলা হয়েছে: ২০১৩ সাল ছিলো রোনালদোর জন্য গোল-বন্যার বছর (অস্পষ্ট একটি বাক্য, কোন গোলের সংখ্যা উল্লেখ নেই)।
দ্বিতীয় বাক্যে বলা হয়েছে: ২০১২/১৩ সালের লা লিগায় ৩৪ গোল করেছে যা কিনা মেসির ৪৫ গোলের তুলনায় অনেক কম, এবং বেশি গোল করেছে ইউরোপ এবং জাতীয় দলের হয়ে। (এখানে রোনালদোর প্রফাইলে মেসির প্রশংসা করা হয়েছে)
তৃতীয় বাক্যে লিখেছে: রিয়েল মাদ্রিদের সাথে তার কন্টাক্ট নিয়ে (যার কোন সম্পর্কই নেই তার ক্যারিয়ারের অর্জনের সাথে)।
২০১৩ সালের পুরস্কারের জন্য বানানো প্রফাইল অথচ ২০১৩ সালের তার গোল সংখ্যা (৬২) কে উল্লেখ না করে ২০১২/১৩ সালের শুধুমাত্র লা লিগা এর গোল উল্লেখ করার কারণ কি? ২০১৩ সালে তার গোলসংখ্যা ৬২ যা কিনা অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে ১৭ গোল বেশি, সেটি উল্লেখ না করে, দ্বিতীয় বাক্যে লা লিগায় মেসির চেয়ে কম গোল করা - সেটি উল্লেখ করেছে।
প্রফাইলটি কি রোনালদোর আসল প্রশংসা করেছে নাকি রোনালদোর প্রফাইলে মেসির প্রশংসা করলো? এতো কৃপনতা কেন? তাহলে কি ফিফা চালায় মেসি ভক্তরা?
এই প্রফাইল দেখে অনেকেই অনেক কিছু লিখেছে। রোনালদোর এমন প্রোফাইল গ্রহনযোগ্য নয়। Cristiano Ronaldo's FIFA Ballon D'Or Profile Is Unacceptable
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।