আমাদের কথা খুঁজে নিন

   

মেসিবিহীন আর্জেন্টিনাকে রুখে দিল ইকুয়েডর

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেসির অনুপস্থিতি ম্যাচটির আকর্ষণ অনেকাংশেই কমিয়ে দেয়।
কোচ আলেহান্দ্রো সাবেইয়ার জন্য স্বস্তিদায়ক একটা খবরও ছিল- দলে ফিরেছেন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। প্রথমে নিষেধাজ্ঞা পরে চোটের কারণে প্রায় তিন মাস জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নাপোলির এই খেলোয়াড়।
সঙ্গে মিডফিল্ডার আনহেল ডি মারিয়া, আরেক স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জি, হিগুয়াইন ও ডিফেন্ডার এজেকুয়েল গ্যারের মতো খেলোয়াড়রা থাকার পরও ম্যাচের প্রথমার্ধে বল দখলে রাখতেই কিনা রীতিমত লড়তে হয় তাদের। পেরেও ওঠেনি তারা।

আক্রমণেও এগিয়ে ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার নম্বরে থেকে ব্রাজিলের টিকেট পাওয়া ইকুয়েডর।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া দুই ডিফেন্ডার ফাকুন্দো রনকাগলিয়া ও লুকাস অর্বানকে নিয়ে প্রথমার্ধে নিজেদের গুছাতে ব্যস্ত আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা ফিরে পায়। ডি মারিয়ার আক্রমণাত্মক ফুটবলে বাড়তি রসদ যোগ হয় ৬৩ মিনিটে লাভেজ্জির জায়গায় স্যার্হিও আগুয়েরো নামার পর। তবে গোলের দেখা মেলেনি।
ইকুয়েডরের সবচেয়ে বড় সুয়োগটা আসে প্রথমার্ধে।

কিন্তু আন্তোনিও ভ্যালেন্সিয়ার হেড পোস্টে লেগে ফিরে আসে। আর নির্ধারিত সময় শেষের দুই মিনিট বাকি থাকতে জয়সূচক গোলের দেখা পেতে পারতো আর্জেন্টিনা। তবে বদলি মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ শটটাও বারে লেগে ফিরে আসে।
আগামী মঙ্গলবার বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর বুধবার হন্ডরাসের বিপক্ষে খেলবে ইকুয়েডর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।