আমাদের কথা খুঁজে নিন

   

অঘ্রাণের ঘ্রাণে প্রাণে জাগে সাড়া__

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

অঘ্রাণের ঘ্রাণে প্রাণে জাগে সাড়া__ শাফিক আফতাব.................. অঘ্রাণের ঘ্রাণে প্রাণে জাগে সাড়া__ ধানের শীষে আহা ! কীসের যেন সাড়া __ যেন কৃষকের উচ্ছলতা আর কৃষাণীর মন, যেন দুজনের আনন্দের সম্মিলন __ যেন ঘামে শ্রমে আর প্রেমের প্রকাশ : আর আগাম পুলকিত কামের আভাস। নরম রোদের শরীর ছুয়েঁ নামে একি স্ফূরণ ! ফসলে গোলা ভয়ে যাবে বলে একি বিহবলতা ! চারপাশে একি উৎসব__ শুধু ফসলের গান কৃষকের দৈন্য পরিবারে আহা একি উদ্বেলতা ! কৃষক নিপুণ বুননে বুনেছিলো গুচ্ছ গুচ্ছ ধানবীজ যেন বোধের থেকে দিয়েছিলো__স্পর্শের ছোঁয়া বাতাসে ওড়ে কৃষাণীর ভালোবাসার শেমিজ __ নবান্নের উৎসবে বল__ কৃষানীর আঙিনা ধোয়া।

চারপাশে একি আনন্দ ! একি মত্ততা, প্রাণের সাড়া ! অঘ্রাণের ঘ্রাণে আজ পাড়াগাঁয় পথে আনন্দ-ফোয়ারা। ১৫.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.