ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন রোববার এ মামলার রায় ঘোষণা করবেন।
সকালে জজ আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নিয়মিত পুলিশের বাইরেও র্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছেন।
লালবাগ পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম বলেন, আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রস্তুত।
গত কিছুদিনে বিরোধী দলের হরতালের মধ্যে আদালত এলাকায় বোমাবাজির পর গত বুধবারই ঢাকা জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, পুরনো জেলা জজ আদালত ভবন ও মুখ্য মহানগর হাকিমের আদালতসহ প্রবেশ মুখগুলোতে আর্চওয়ে বসানো হয়েছে।
আইনজীবী, সংবাদকর্মীসহ যারাই ভেতরে প্রবেশ করছেন, সবাইকে তল্লাশি করা হচ্ছে।
মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থাই জোরদার করা হয়েছে। আর রায়ের কারণে আদালত প্রাঙ্গণে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।