আমাদের কথা খুঁজে নিন

   

নিরজয় নক্ষএ ......তানভীর শাওন

নিরজয় পৃথীবি থেকে বহু দূরে তাকিয়ে থাকে সে মহা অদূরে। দূর থেকে তাকে লাগে জলন্ত এক তারা মিটি মিটি করে সে দেয় পাহাড়া। চাদের আলো যখন তার হ্রীদয়েতে লাগে মনে হয় কে যেন পিছু থেকে ডাকে । চাদের মাঝে তার নেইকো বসবাস দূর থেকে দেখি তারা থাকে পাশা পাশ। দিন যায় রাত আসে এই বিধীর বাধন জীবন বদলায়; বদলায় মন। নিরজয় ভাবে মনে আমার এই প্রহর বিলিয়ে দেব সব মানব এর উপর। ভালবেসে লেখা এই গিতি কবিতা ভালবাসা থাকে সবার সৃতিতে গাথা। নিরজয় ভালবাসে আধারের জলক আধার ছিনিয়ে নেয় ভালবাসার মূল। আধার আলোর এই অমানিত মিল থাকে যাবে আজিবন হবে না অমিল রচনা :তানভীর সরকার শাওন উৎসর্গ মিতু তানভীর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.