এ বিষয়ে সিনেমাটির প্রধান সহকারি পরিচালক রামিন রহমান গ্লিটজকে জানান, টাঙ্গাইলে ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত টাঙ্গাইল ও আশপাশের এলাকায় সম্পূর্ণ সিনেমার শুটিং হবে।
রামিন আরও জানান, ১৬ নভেম্বর ঈশ্বরদির পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় সিনেমার প্রথম দৃশ্য শুটিং হয়েছে। এতে অংশ নিয়েছেন তানিয়া, আসিফ ও নাজাকাত। ১৭ নভেম্বর ইউনিটের সঙ্গে যোগ দেবেন ইকবাল হোসেন।
তিনি জানিয়েছেন, এতে আরও অভিনয় করবেন নায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায়, শিরিন আলম, হাসান জাহিদসহ অনেকে। এর সংগীত পরিচালনা করছেন সানি জোবায়ের। ভিডিওগ্রাফি করছেন কাসেপ শাহবাজি। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
সিনেমাতে দেখা যাবে এনকেফেলাইটিস রোগ থেকে সেরে উঠলেও বাইশ বছর বয়সী তৌকির স্মৃতিভ্রষ্ট হয়ে যায়।
ছেলেটির মা কলেজশিক্ষক নাজনীন হায়দার ও বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক হায়দার হোসেন একমাত্র ছেলেকে নিয়ে চিন্তিত। মফস্বল শহরের রাস্তা ঘাট আর প্রাকৃতিক পরিবেশে একমাত্র ঘনিষ্ঠ বন্ধু নাফিজের সঙ্গে কৌতুহল নিয়ে ঘুরে বেড়ায় তৌকির। একদিন নাফিজের সঙ্গে বাইরে যাওয়ার সময় তৌকির পুরনো জিন্স প্যান্ট পরে। হাঁটতে হাঁটতে প্যান্টের পকেটে হাত দিয়ে সে একটা চিঠি পায়। এই বিবর্ণ চিঠি তৌকিরকে তার জীবনের এক ভয়াবহ সত্যের মুখে দাঁড় করিয়ে দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।