আমাদের কথা খুঁজে নিন

   

বিগিনিয়ার ফটোশপ ম্যানিপুলেশন #১ ( টেক্সট+ভিডিও )

টেকটিউনসে এটাই আমার প্রথম পোস্ট । তাই সবাইকে এত্তোগুলা হ্যাল্লো আমার পক্ষ থেকে . . . .
আজকে আমরা যেটা করবো , সে ইফেক্টটার নাম Craack & পিল । পিচ্চি একটা টিউটোরিয়াল । এই ইফেক্টের আরেকটা নাম হইলো ডিমের খোসা ইফেক্ট  । নারীজাতির উপর যত রাগ আছে , সব আজকে উসুল করার চেষ্টা করবো ।

সেই জন্যে প্রথমে আমরা মুখটা ভাঙ্গিয়া চু্রমার করিবো , তারপর ভাঙ্গা edge হইতে ছাল-চামড়া টানিয়া তুলিব ।
চলেন তাইলে শুরু করি . . . .
( আর হ্যাঁ , এই টিউটোরিয়ালটা আগে প্রযুক্তিরখেলা.কম এ প্রকাশিত । আমার আরো কয়েকটা টিউটোরিয়াল আছে সেখানে । টেকটিউনসের নীতিমালার ডরে সেগুলার লিঙ্ক দিলাম না :v )
লাইফের ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল বানাইলাম । যদিও ভালো হয়নাই , আবার নতুন করে  বানানো উচিত ছিল ।

হাঁত-পা কাঁপাকাঁপি অবস্থা একেবারে . . তারপরেও আপলোড দিলাম । খারাপ হইলে তো আর আপনারা আমারে মারবেন না এট লিস্ট ! ভিডিওর শেষের দিকে আম্মুর ভয়ে বিদায় না জানায়েই শেষ করে দিসি

আজকের রেসিপির জন্য যা যা লাগবে
লাগবে যে কারো একটা ফ্রেশ , সরাসরি মুখের ক্লোজ আপ , ভালো কোয়ালিটির ছবি । আমি ব্যবহার করেছি  এই ছবিটা
লাগবে একটা craack টেক্সচার । আমি সিলেক্ট করেছি  এইটা
আর লাগবে একটা পিল টেক্সচার । আমি নিয়েছি  এইটা
তারপর আমাদের কাজ হবে প্রথম টেক্সচারটা নিয়ে আসা ।

যেকোনভাবেই বসাতে পারেন । আমি টেক্সচারটা মেইন ইমেজের উপর এমনভাবে প্লেস করেছি যেন টেক্সচারটার প্রধান দুইটা  ভাঙচুর  নাকের উপর থেকে দুই পাশে ছড়িয়ে পড়ে । নিচের মতো করে ।

তারপর লেয়ার প্যানেলে বাম পাশে grunge craack লেয়ারটাকে normal থেকে multiply করে দিন । এখানে আমি অবশ্য color burn করেছি , লাল আভাটা পাওয়ার জন্য ।


পছন্দমতো বসানো হয়ে গেলে টেক্সচারের উপর ডাবল ক্লিক করুন অথবা ctrl + p চাপুন । ইমেজটা প্লেস হবে । তারপর এই নতুন লেয়ারটিকে র‍্যাস্টারাইজ করতে হবে । এর জন্য Layer > Rasterize > Rasterize smart object এ ক্লিক করুন ।

এবার উপরে আর বামে যেখানে টেক্সচারের edge গুলো দেখা যাচ্ছে , সেগুলো সফট ইরেজার দিয়ে এমনভাবে চারপাশে মুছে ফেলুন যাতে edge বোঝা না যায় ।

নিচের মতো ।

এবার আপনি যেখানে যেখানে ভাঙাচোরা রাখতে চান , সেটুকু বাদে বাকি অংশ ইরেজার দিয়ে মুছতে থাকুন । সফট ব্রাশের ইরেজার ইউজ করবেন ।
আমাদের craack ইফেক্টটুকুর কাজ মূলত এখানেই শেষ । আপনি চাইলে আরেক দফা টেক্সচারটা এপ্লাই করতে পারেন ।

আমি কপালের উপর আরেক দফা  দিয়েছি । তবে আগের মতো করে নয় , এইবার প্লেস করার আগে টেক্সচারটা ঘুরিয়ে নিয়েছি ।

নিচেরমতো আসলো । ধুরোহ . . . বেশি টেক্সচার দিয়ে ফেলছি । আপনারা কমায়ে দিয়েন ।

সেকেন্ড টাইম টেক্সচারটা আরেকটু ডানে দেয়া উচিত ছিলো ।

এবার আমরা দিবো পিল ইফেক্ট । পিল টেক্সচারটা এবার ইমেজে নিয়ে আসুন । লেয়ারটাকে মাল্টিপ্লাই অথবা কালার বার্ন করে দিন । একইভাবে টেক্সচারটাকে পছন্দমতো জায়গায় প্লেস করুন ।

তারপর র‍্যাস্টারাইজড করুন । আমারটা এবার এরকম হলো ।
পিল টা এবার গালে বসিয়েছি ।  প্রিভিউ ইমেজে কিন্তু কপালে দেয়া । আপনারা যেখানে ইচ্ছে বসাইয়েন ।



এবার ভালো হয়নাই , নিজে যখন করেছিলাম তখনই বেটার ছিলো । ( প্রথমবার করলে মনোযোগ বেশি থাকে তো  )
আপনি যে লেয়ারের অপ্রয়োজনীয় জায়গাগুলো মুছতে চান , সেই লেয়ার সিলেক্ট করে ইরেজার ইউজ করুন । সফট ব্রাশ ব্যবহার করবেন এ ক্ষেত্রে ।
প্রথমবার যখন করেছিলাম , ফাইনাল ইফেক্ট ছিলো এরকম । আপনাদেরটা কেমন হলো দেখাবেন কিন্তু . . .

আল্লাহ হাফেজ ।


হ্যাপি ডিজাইনিং ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.