এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সাইবার আক্রমণের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং করে অর্থ স্থানান্তর ও এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে অর্থ তুলে নেয় অভিযুক্ত এ অপরাধী চক্রটি।
আইনজীবী জানান, বিশ্বের অন্যতম বড় সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে এ অপরাধী চক্রটির মাধ্যমে। এতে চার কোটি ৫০ লাখ ডলার হাতিয়ে নেয় সাইবার হ্যাকাররা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী ইভান জোস পেনা, ২৪ বছর বয়সী ইমির ইয়াসির ইজি ও ইলভিস র্যাফ্যায়েল রডরিগস-এর বিরুদ্ধে। আদালতে বিচারকালে তারা অভিযোগ স্বীকার করেছেন।
এ জন্য তাদের জরিমানা ও কারাদ- দিয়েছে আদালত। এ তিনজনকে সাড়ে সাত বছরের জেল ও দুই লাখ ৫০ হাজার ডলার করে জরিমানা করা হয়।
অভিযুক্ত হ্যাকাররা ন্যাশনাল ব্যাংক অফ র্যাস এল খাইমাহ পিএসসি ও ওমানস ব্যাংক মাসকাট ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্ক বিকল করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে ফেলে।
অ্যাটর্নি লরেট্টা লিনচ এক বিবৃতিতে জানান, অভিযুক্ত এ তিনজন অনলাইন হ্যাকিংয়ে সংবেদনশীল অনেক তথ্য চুরি করে। কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা হাতিয়ে নেয় লাখ লাখ ডলার।
এ সাইবার অপরাধের প্রথমটি ঘটে ২০১২ সালের ২২ ডিসেম্বর। এরপর ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ঘটে দ্বিতীয় ঘটনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।