আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের শক্তিমান প্রফেশনাল ক্যারেকটার আর্টিস্ট এমএবি সুজন

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

সময়ের শক্তিমান অভিনেতা এমএবি সুজন এমএবি সুজন এ সময়ের একজন শক্তিমান অভিনেতা। ১৯৯০খ্রিঃ ঢাকা সেনানিবাস এলাকায় থিয়েটার মিশন গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করে নিয়মিত পথনাটক ও মঞ্চে নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং সংগঠক হিসেবে নিরলস কাজ শুরু করেন। আবাসন পরিবর্তনের কারণে ১৯৯৪খ্রিঃ উত্তরায় বন্ধুবর সহযোদ্ধা নাট্যজন দুলাল খান ও আছমত উল্লাহকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন থিয়েটার মহলা। পাশাপাশি ১৯৯৫খ্রিঃ থেকে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ইসলামিক ম্যাগাজিন উজ্জীবন এর বিশেষ নাটিকায় এলাকার চাঁদাবাজ মাস্তান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভিজুয়াল মিডিয়ার কাজ শুরু করেন। তারপর বিটিভিতে নিয়মিত সুখের ঠিকানা, মায়েদের জন্য, সময় ম্যাগাজিনে কাজ করেন।

পূর্ণাঙ্গ একক নাটকে অভিনয় করেন ২০০০খ্রিঃ এর পর প্রথিত যশা নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ এর ঈদের বিশেষ নাটক জিম্মিতে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত বেশকিছু ডকুড্রামা, একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে বেশ প্রশংসিত হন গুনী অভিনেতা এমএবি সুজন। আরও অন্যান্য গুনী পরিচালকদের মধ্যে লিছানুল হক খান তারেক (তারেক খান), সকাল আহমেদ, রেজওয়ান আলম হীরা, খান মোহাম্মদ বদরুদ্দীন, আলভি আহমেদ, শাহাদাৎ হোসেন সুজন, আমিরুল ইসলাম শোভা, সোলায়মান জুয়েল, নাছির উদ্দিন মাসুদ, তন্ময় তানসেন, মোস্তফা রহমান, শফিউল আযম, শাহজাহান সোহাগ, মেহেদি হাসান সোমেন, সাইফ চন্দন, রওনক হাছান, সৈয়দ মোশারফ আবুল, এমরান হাশমী, এসএম শাহীন, আব্দুল্লাহেল মাহমুদ উল্লেখযোগ্য। নায়ক আফজাল হোসেন পরিচালিত ছোটকাকু ধারাবাহিকে অভিনয় শৈলী প্রকাশ করেন তিনি। তবে এমএবি সুজনকে দৃশ্যত বর্তমান তারকা খ্যাতি এনে দেয় লিছানুল হক খান তারেক পরিচালিত জিটিভি প্রযোজনা সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ক্রাইম ফিকশন।

নিয়মিত সর্বাধিক পর্বে গুরুত্বপূর্ণ বহুরূপী চরিত্রে সমান তালে অত্যন্ত দাপটের সাথে অভিনয় করে চলেছেন। পাশাপাশি ক্রাইম ফিকশন এর নাট্যকার হিসেবেও বহুল প্রশংসিত তিনি। তিনি বাল্যকাল থেকেই পড়ালেখার পাশাপাশি অভিনয়ের প্রতি অসম্ভব ঝোঁক ছিল তার। সর্বপ্রথম প্রাইমারী স্কুলে পড়ুয়া এমএবি সুজন মমতাজ উদ্দিন স্যার রচিত পাঠ্য পুস্তকে বকুলপুরের স্বাধীনতা নাটকটিতে নিজে অভিনয় ও পরিচালনা করেন। তারপর ১৯৮৭ খ্রিঃ অস্টম শ্রেণীতে পড়া অবস্থায় জীবনে সর্বপ্রথম নিজের লেখা ও পরিচালনায় নাটক প্রহসন হাতুড়ে ডাক্তার মঞ্চস্ত করেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে।

বর্তমানে তিনি বেশ সুনামের সাথে থিয়েটার মহলার মূখ্য সম্পাদকসহ অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে পথনাটক ও মঞ্চনাটকে নিয়োজিত আছেন। ভিজুয়াল মিডিয়াতে শক্তিমান অলরাউন্ডার অভিনেতা কেরেকটার আর্টিস্ট হিসেবে এবং নাট্যকার হিসেবে নিজেকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত করার কাজে অবিচল আস্থায় কাজ করছেন। বহুপ্রতিভাধর এমএবি সুজন এর গান এমএবি খেয়াল। তিনি একজন গুনী গীতিকার ও গায়ক বটে। বর্তমানে অভিনয়, নাট্যভাবনা ও এমএবি খেয়াল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

সবকিছুর সুসংযোগ হলে আমরা অচিরেই দেখতে পাবো অভিনেতা এমএবি সুজন তারকা খ্যাতি লাভে সমর্থ হয়েছেন এবং আমরা দর্শক তার নজরকাড়া অভিনয় শৈলী উপভোগ করব পরম আনন্দে। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন; আমরা তার জন্য দোয়া এবং দ্রুত সামগ্রিক সাফল্য কামনা করি। এমএবি ফেইসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।