সাইবার জগতে মার্কিন নজরদারি সম্প্রতি প্রকাশ্যে আসায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। টানটান উত্তেজনায় অন্যান্য পরাশক্তিগুলোর প্রশ্নবানে পড়ে মার্কিন প্রশাসন। এর রেশ কাটতে না কাটতেই এবার সয়ং মার্কিন যুক্তরাষ্ট্রই রাশিয়ার নজরদারি নিয়ে উদ্বিঘ্ন হয়ে পড়েছে। আমেরিকার 'গ্লোবাল পজিশনিং সিস্টেম' (জিপিএস)-কে চ্যালেঞ্জ জানাতে ইতোমধ্যে বিকল্প 'রাশিয়ান গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম' (গ্লোনাস) তৈরি করেছে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বি দেশটি। শুধু তাই নয়, আমেরিকার মাটিতেই গড়ে তুলেছে গ্লোনাসের একাধিক মনিটর স্টেশন।
এই আশঙ্কা প্রকাশ করেই সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হেগেল ও বিদেশসচিব জন কেরিকে চিঠি দিয়েছে মার্কিন গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলি। প্রায় সব দেশে জিপিএস'র একাধিক মনিটর স্টেশন থাকলেও রাশিয়ায় আজ পর্যন্ত মনিটর স্টেশন তৈরি করেনি আমেরিক। তবে, চলতি বছরে ব্রাজিলে গ্লোনাসের মনিটর স্টেশন তৈরি করেছে রাশিয়া।
২০১২ সালের মে মাসে আমেরিকার মাটিতে মনিটর স্টেশন তৈরি করতে চেয়ে আবেদন জানায় রাশিয়া। নানা কূটনৈতিক দৌড়ঝাপের পর তৈরি হয় ছ'টি মনিটর স্টেশন। শীঘ্রই স্পেন, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে চলেছে রাশিয়ার৷
মার্কিন গুপ্তচর ও গোয়েন্দা সংস্থার দাবি, আমেরিকার মাটিতে রাশিয়ার এই স্টেশনগুলো গ্লোনাসের উন্নতিকে আরও ত্বরাণ্বিত করবে, ফলে একদিকে যেমন জিপিএস'র অস্তিত্ব সংকট দেখা দিতে পারে, তেমনই এই স্টেশনগুলির মাধ্যমে আমেরিকার কাজকর্মে সহজে নজরদারি চালাতে পারবে রাশিয়া।
মার্কিন বিদেশমন্ত্রনালয়ের দাবি, মার্কিন গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-অাল আসাদকে সমর্থনের প্রশ্নে সম্প্রতি বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে চিড় ধরেছে। সম্পর্ক মেরামতের জন্যই মনিটর স্টেশন তৈরির অনুমতি দিয়েছে ওবামা প্রশাসন।
তবে, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় মাথায় রেখে রাশিয়া থেকে পর্যাপ্ত তথ্য পাওয়ার পরই অনুমতি দেওয়া হয়েছে।
স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের জগতে জিপিএসের আবিষ্কার এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ১৯৭৩ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই আবিষ্কার স্যাটেলাইট নেভিগেশনের সাম্রাজ্যে আমেরিকার একাধিপত্য তৈরি করে। এর মাধ্যমে যে কোনও আবহাওয়ায় পৃথিবীর মধ্যেকার যে কোনো স্থান বা কাছের কোনো অঞ্চলের অবস্থান ও সময় সম্পর্কিত তথ্য মানুষের হাতের মুঠোয় চলে আসে৷ এতে সবচেয়ে বেশি সুবিধা পান বিভিন্ন দেশের সেনারা। তবে মার্কিন প্রশাসনকে খুব একটা বিশ্বাস করতে পারেনি রাশিয়া।
আমেরিকা ভুল তথ্য দিয়ে তাদের সেনাদের বিভ্রান্ত করতে পারে এমন বিশ্বাস থেকে গ্লোনাস তৈরির উদ্যোগ নেয় পুতিনের দেশ রাশিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।