সিলিকন ভ্যালির অন্যতম বিনিয়োগকারী এবং ইবে’র সাবেক সিইও মেনার্ড ওয়েবকে ইয়াহুর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান চেয়ারম্যান ফ্রেড আমোরাসোর স্থলাভিষিক্ত হবেন মেনার্ড ওয়েব।
নবনিযুক্ত চেয়ারম্যান ওয়েব চলমান বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ইয়াহুকে বিজ্ঞাপনী বাজারে আরও আবেদনময়ী করতে কাজ করবেন।
প্রসঙ্গত, বিশ্বপ্রযুক্তি টাইকুন মেনার্ড ওয়েব ইবের অন্তবর্তীকালীন চেয়ারম্যান এবং সিইও হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে মেনার্ড ইয়াহুর পরিচালক হিসেবে কাজ করে আসছেন।
উল্লেখ্য, অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগল এবং ফেসবুক দাপুটে অবস্থানে আছে। আর এ প্রতিযোগিতায় ইয়াহুকে চাঙ্গা করতেই ইয়াহু পরিচালনা পর্ষদ মেনার্ডকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।