আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইমারিতেই প্রোগ্রামিং শেখাবে ফিনল্যান্ড

ফিনিশ ইউরোপিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার অ্যালেক্সান্ডার স্টাব প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের বেসিক প্রোগ্রামিং শেখানো দেশের উন্নয়নে কাজে আসবে।
স্টাব বলেছেন, “কোডিংকে স্কুলের অন্যান্য বিষয়ের মধ্যে যোগ করাটা খুব ভালো পদক্ষেপ। এতে করে শিশুরা প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে উঠবে। শুরুতে খেলাধুলার মাধ্যমেই তাদের বিভিন্ন গ্যাজেটের ব্যবহার শেখানো হবে আর কোডিং সেসবেরই একটি।”
ইউরোপের অপর দেশ এস্তোনিয়ার অনুসরণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এস্তোনিয়া গত বছর ২০টি স্কুল নিয়ে এ ধরনের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে।
স্টাব আরও বলেছেন, “প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগের শিক্ষাপদ্ধতির দিক থেকে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা সবসময় নতুন নীতি প্রণয়নের চেষ্টা করি। শিক্ষার্থীদের কোডিং শেখানো সেখানে পরিবর্তন আনবে কিন্তু তার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময়ও লাগবে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.