দীর্ঘদিন যাবত টেকটিউন্সের সাথে আছি। সবসময় অন্যের টিউন পড়লেও কখনো টিউন করা হয় নি। এটাই আমার প্রথম টিউন। কথা দীর্ঘ না করে মূল প্রসঙ্গে আসি...
পেপাল একাউন্ট ভেরিফাই করতে অথবা অনলাইনে কেনাকাটার জন্য মাস্টারকার্ড অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সকলেই পেয়োনিয়ার এর মাস্টারকার্ড চায়।
কিন্তু পেয়োনিয়ার বর্তমানে application করার সাথে সাথেই decline করে দেয়। ছবিটা এরকম...
এখন এপ্লিকেশন ডিক্লাইন হবার পর আপনি এই সাইটে যাবেন: Sign Up
ফর্মটা এভাবে পূরণ করতে পারেন...
আপনার নাম, ই-মেইল সঠিক ভাবে পূরণ করবেন। Program/Partner এর ঘরে Others দিতে পারেন। যদি আপনি কোন Program এর সাথে থাকেন সেক্ষেত্রে নাম উল্লেখ করতে পারেন। Choose a category for your question এর ঘরে Account Applications নির্বাচন করুন।
Choose the subject of your question এর ঘরে My application was declined and I'm requesting to have it reconsidered. Your questions or comment এর ঘরে আপনার কথা লিখুন। এরপরে সাবমিট করুন।
এরপর আপনার ই-মেইলে একটা মেইল আসবে। মেইলটা দেখতে কিছুটা এরকম...
এখন আপনি এই মেইলের রিপ্লাই এ আপনার ভোটার আইডি কার্ড স্ক্যান কপি আপলোড করবেন। সেই সাথে আপনি কোথা থেকে পেমেন্ট গ্রহণ করবেন সেটাও উল্লেখ করতে হবে।
যদি আপনি oDesk, amazon, PayPal থেকে পেমেন্ট গ্রহণ করেন সেক্ষেত্রে সেটা উল্লেখ করবেন। সবচেয়ে ভালো হবে আপনি যদি ওই কোম্পানিতে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার application approve হবার Possibility অনেক
এখন আশা করি ৭-১০দিনের ভেতর আপনার application approve হয়ে যাবে। Approve হলে এরকম একটা মেইল পাবেন
Approve হবার সাথে সাথে আপনি USA তে একটি Virtual Bank account number এবং Routing number পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি পেপাল ভেরিফাই করতে পারবেন।
ছবিটা এরকম...
তবে এক্ষেত্রে আমার একটা সাজেশন আছে। সেটা হল approve হবার আগে আপনি ওদের কাস্টমার সার্ভিসে চ্যাট করলে বিষয়টা আরো দ্রুত হবে। চ্যাট করতে এই লিঙ্কে যাবেন http://www.payoneer.com/contactUs.aspx
এখন ওদের Live Help Offline এ আছে। সোমবার থেকে শুক্রবার ওদেরকে পাওয়া যায়। তবে চ্যাট করার সময় Security Ques এর answer প্রদান করতে হবে।
আশা করি Payoneer নিয়ে সকলের বর্তমান অসুবিধা কিছুটা হলেও সমাধান হবে। এরকম টিউন কেউ আগে করেছেন কিনা আমার জানা নেই। প্রথম টিউন হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।