এই দুনিয়ায় কেউ কারো নয়
আমরা অনেকেই প্যানোরোমা ছবি তুলতে পছন্দ করি। ডিজিটাল ক্যামেরা গুলোতে প্যানোরোমা শট নেওয়ার বিশেষ ব্যবস্থা থাকে। স্মার্টফোন গুলোতেই এই সুবিধা পাওয়া যায়। তাই প্যানোরোমা ছবি তোলা খুবই সহজ এবং মজার ব্যপার হয়ে দাড়িয়েছে। কিন্তু এত সহজে প্যানোরোমা শট নিতে যেয়ে ছবির কি অবস্থা হয় তা দেখার জন্যই কয়েকটি ছবি দিলাম নিচে:
আসলে প্যানোরোমা ছবি তোলার সময় কোন মানুষ নরাচরা করলে তার ছবিটি কেমন হয় উপরের ছবিগুলোতে সেটাই দেখানো হয়েছে। তাই প্যানোরোমা ছবি তোলার সময় খউব খেয়াল কইরা, একদম নরাচারা করবেন না তাইলে আপনার খবর আছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।