আমাদের কথা খুঁজে নিন

   

অ্যামেলিয়া এয়ারহার্ট [পৃথিবী প্রদক্ষিণ]

অ্যামেলিয়া ম্যারি এয়ারহার্ট [২৪ জুলাই ১৮৯৭- ২ জুলাই ১৯৩৭ সালে রিখোঁজ] ছিলেন একজন আমেরিকান বিমানচালক এবং একজন লেখিকা। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন বিশ্বের প্রথম নারী বিমানচালক হিসেবে। তিনিই প্রথমবারের মতো এককভাবে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে বিমান চালান। বিমান চালনা বিষয়ে তিনি একাধিক বিশ্বরেকর্ডের অধিকারী। আর উড়ার অভিজ্ঞতা নিয়ে লেখা তার একাধিক বই ঠাঁই করে নিয়েছিল বেস্ট সেলারের তালিকায়।

এর মধ্যেই এয়ারহার্ট বিমানে করে পৃথিবী প্রদক্ষিণ করার সিদ্ধান্ত নিলেন। ঘটনাটি ১৯৩৭ সালের। ভাবনা অনুসারে বিষ্ণুব রেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণের লক্ষ্য নিয়ে আকাশে উড়লেন এয়ারহার্ট। প্রশান্ত মহাসাগরের হাওল্যান্ড দ্বীপের কাছাকাছি গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় তার বিমান। ফলে এ যাত্রায় আর বিশ্বরেকর্ড করা হয়নি তার।

পরবর্তীতে সেটি করে দেখান ভেলেন্টিনা তেরেসকোভা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।