আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে

প্রাথমিক সমাপনী পরীক্ষা তোমাদের প্রথম পাবলিক পরীক্ষা হওয়ায় এ নিয়ে তোমরা একটু উদ্বিগ্ন থাকবে এটাই স্বাভাবিক। তবে ভয়ভীতি কাটিয়ে ভালোভাবে পরীক্ষা দিবে এটাই শিক্ষক, অভিভাবকসহ সবার প্রত্যাশা। জোরালো প্রস্তুতি থাকলে পরীক্ষা নিয়ে অতিরিক্ত ভীতি থাকা ঠিক না। প্রস্তুতি তোমাদের আত্দবিশ্বাস বাড়িয়ে দেবে। তাই পরীক্ষা নিয়ে অহেতুক টেনশন না করে স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাও।

যেহেতু পরীক্ষা চলে এসেছে তাই প্রতিটি বিষয়ে ইতোমধ্যে যা পড়েছ তাই ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে। এ মুহূর্তে নতুন করে কিছু পড়বে না। তা হলে সবকিছু গুলিয়ে ফেলতে পার। আর অভিভাবকদের বলব, আপনাদের ছেলেমেয়েরা যেন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাথা না ঘামায় সেদিকে খেয়াল রাখবেন। তারা যেন স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যায় সেদিকে নজর রাখবেন।

পরীক্ষার রুটিনে কোনো ধরনের পরিবর্তন এলে তা যথাযথ উৎস থেকে জেনে পরিবর্তিত সূচি সংগ্রহ করে রাখবেন। পরিবর্তিত সূচি অনুযায়ী কোন দিন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আপনারা জেনে রাখবেন। সবশেষে তোমাদের সাফল্য কামনা করি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।