বিশ্বাস চিরঞ্জীব । মুক্তমন । :█▓▓▓▒▒▒░░░░
ব্লগারের প্রবলেম
আজ সকালে সামহোয়্যারইন..ব্লগে একই লেখক কর্তৃক ৩ টা পোস্ট এসেছিল মাত্র ২১ মিনিটে (অবশ্য লেখক নিজেই ২টা পোস্ট ড্রাফটে নিয়েছেন এবং একটা পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে নিয়েছেন, সঙ্গত কারণেই)। তিনটা পোস্টেই সব ইংরেজি ভাঙ্গা টাইপের অচেনা শব্দে ভরপুর ছিল। উদাহরণ স্বরুপ নিচে দেখুন:
Avwg evsjv‡`‡ki GKRb bvMixK
msweav wK Ges Kv‡`i Rb¨?DËi msweavb n‡jv †`k AvBb Ges iv‡óªi Rb¨|iv‡óª Kv‡`i Rb¨?Gi DËi RbM‡bi Rb¨|myZvis RbM‡bi Rb¨ msweavb|wKš‘ msweav‡bi Rb¨ RbMb bq|
বিজয় ফরমেটের লেখা কপি করে সামুতে পেস্ট করলে প্রথমে এমন দেখা যায়।
বুঝলাম না, প্রায় আট বছরের পুরানো ব্লগারের পোস্ট এমন হলো কেনো!
যাই হোক.. তার লেখাটা ভেঙ্গে গেছে। কারণ, তিনি লেখাটা ইউনিকোডে কনভার্ট করেননি। আরও অনেকেই থাকতে পারেন, যাদের কাছে বিজয়ে লেখা ইউনিকোডে কনভার্ট করার প্রণালীটা স্পষ্ট নয়। তাদের জন্যেই আমার এই পোস্টঃ
আমরা জানি, বিজয়ের লেখাগুলো কপি করে ইন্টারনেটে পেস্ট করলে এভাবেই ভেঙ্গে যায়। এর হাত থেকে বাঁচতে হলে আপনার লেখাটা অবশ্যই ইউনিকোডে কনভার্ট করতে হবে।
আর এর জন্য আপনি যা করতে পারেন।
১/ আপনি যখন "নতুন ব্লগ লিখুন" বাটনে ক্লিক করে পোস্ট লেখার পেজে যাবেন। তখন আপনার বিজয়ের লেখাগুলো পেস্ট করুন। আপনার লেখাটা আপনার এই পোস্টের মতোই ভাঙা দেখাবে। এরপর নিচের লাল রঙ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
একটা ড্রপডাউন লিস্ট আসবে। সেখান থেকে প্রথমটা অর্থাৎ "ইউনিকোডে কনভার্ট" বাটনে ক্লিক করুন। সাথে সাথেই লেখাগুলো তার আগের রূপে ফিরে আসবে।
২/ অথবা আপনার লেখাটা বাংলাকনভার্টার নামক ওয়েব সাইটের এই লিংকে গিয়ে পেস্ট করুন। এরপর পেজের মাঝখানে অবস্থিত Convert to Unicode বাটনে ক্লিক করুন।
নিচে আপনার ইউনিকোডে কনভার্টকৃত লেখাটি পেস্ট হয়ে যাবে। সেখান থেকে আপনি কপি করে ব্লগে প্রকাশ করতে পারেন।
সামহোয়্যারইন..ব্লগের প্রবলেম
এই মুহূর্তে সামুর একটা টেকনিক্যাল প্রবলেম চলছে। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি- "সকল পোস্ট" বাটনে চাপলে "নির্বাচিত পোস্ট" পেজ চলে আসে।
সামুর ম্যানেজমেন্ট ও ডেভলপমেন্ট প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি
সবাইকে শুভ কামনা রইল..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।