(প্রিয় টেক) প্রায় এক বছর আগেও স্মার্টফোনের বাজার ছিল জমজমাট। কিন্তু এখন সেই বাজার দখল করেছে ফ্যাবলেট। বিশেষজ্ঞরা বলেছেন, প্রযুক্তির উন্নতি বা পরিবর্তনের কারণে বাজার ব্যবস্থায় পরিবর্তন আসে। যেমনটি দেখা গেল ফ্যাবলেটের ক্ষেত্রে। মোটকথা, এখন স্মার্টফোন দখলে রাখতে পারছে না মোবাইল ফোনের বাজার। কারণ মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন ঝুঁকছেন ফ্যাবলেটের দিকে। বছর কয়েক আগেও গ্রাহকরা ছোট স্ক্রিন বা পর্দার মোবাইল ফোন বেশি ব্যবহার বা পছন্দ করতেন। ওই সময়ে অবশ্য প্রযুক্তি ক্ষেত্রে তেমন উন্নতি ঘটেনি ছোট পর্দার ফোনের। এখন গ্রাহকরা মোবাইল ফোন সেট দিয়ে অনেক ধরনের কাজ সারছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।