স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিকালে মন্ত্রীদের জন্য নির্ধারিত এই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন।
এ বিষয়ে স্পিকার পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন হচ্ছে। আগেই নাম ছাপা হয়ে গেলে জটিলতা তৈরি হতে পারে। এজন্যই এ ব্যবস্থা। ”
সংসদের কার্যক্রমে দিনের কর্মসূচির শুরুতে ‘প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর’ পর্বে তারকাচিহ্নিত প্রশ্নোত্তর ও লিখিত প্রশ্নোত্তরের জন্য যে ছাপানো পত্র সরবরাহ করা হয়, সেখানে প্রশ্নকর্তা ও উত্তরদাতা দুজনেরই নাম থাকার রেওয়াজ।
অবশ্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আইনমন্ত্রী শফিক আহমেদ এদিন আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নেন।
সর্বদলীয় সরকার গঠনের জন্য গত ১১ নভেম্বর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এই প্রক্রিয়ার অংশ হিসাবে আট নতুন মুখ ইতোমধ্যে মন্ত্রিসভায় যোগ হলেও পুরনোদের মধ্যে কারা বাদ যাচ্ছেন- সে ঘোষণা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আসেনি।
সংসদের কার্যপ্রণালী বিধির ৪১ ধারায় [প্রশ্নকাল] বলা হয়, প্রত্যেক বৈঠকের প্রথম এক ঘণ্টা [স্পিকার অন্য নির্দেশ না দিলে] প্রশ্ন উত্থাপন ও উত্তরের জন্য নির্দিষ্ট থাকবে। প্রতি বুধবার বৈঠকের শুরুতে অতিরিক্ত প্রথম ৩০ মিনিট প্রধামন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্দিষ্ট থাকবে।
বাজেট উপস্থাপনের দিন কোনো প্রশ্নকাল থাকবে না।
মঙ্গলবার আধঘণ্টার মতো চলার পর অধিবেশন বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার।
দিনের কার্যসূচির শুরতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয় ও রাষ্ট্রপতির কার্যালয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।