আমাদের কথা খুঁজে নিন

   

বরাবরঃ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব কি ছিল সেটা নিয়ে আর কালক্ষেপণ করবো না। খালি বলতে চাই, আপনি কি আদৌ সেসকল দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন কি না ? আপনার আমলে উন্নতি কম হয়েছে তা বলব না, তবে আমাদের ক্ষতি যা হয়েছে সে বিষয়ে কোন পদক্ষেপ আপনাকে নিতে দেখিনি। দেশে যখন ডাক্তাররা অকারণে হুজুগে জনগণ, হলুদ সাংবাদিক এবং সম্প্রতি স্বয়ং পুলিশের কাছেও ( সোহরাওয়ারদী মেডিকেল কলেজের ডাঃ সাজ্জাদ ও ডাঃ মারুফ দ্রষ্টব্য ) নির্যাতনের শিকার হয় তখন আপনি আপনার নরম গদিতে গা এলিয়ে সুখের নিদ্রা দিচ্ছিলেন। দেশের চিকিৎসাব্যবস্থার উন্নতির প্রধান শর্ত ডাক্তারদের নিরাপত্তা, যেটা আপনি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মাননীয় মন্ত্রী। খালি এটুকুই বলতে চাই অন্য সব অনার্স কোর্স যেখানে ৪ বছরেই শেষ হয়ে যায় সেখানে আমরা ইন্টার্নশীপসহ ৬ বছরে ডবল অনার্স কোর্স M.B.B.S. কমপ্লিট করি একটাই লক্ষ্য নিয়ে -- আর তা হল দেশের মানুষের সেবা আর আত্মসম্মান নিয়ে বাঁচা। এভাবে যদি আমাদের ওপর নির্যাতন চলতেই থাকে আর আপনি আপনার ভুঁড়ি মেলে আরামকেদারায় নিদ্রা যেতে থাকেন ---- তবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন ডাক্তাররা তো সব মরবেই, টিভিতে কঙ্গো / সোমালিয়ার যে অবস্থা দেখি আমরা, প্রতিটা লোক ধুঁকে ধুঁকে মরছে - সে অবস্থা সৃষ্টি হবে এদেশে । প্লিজ স্যার, আমার মরতেও ভয় নাই, খালি বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না ... প্লিজ ইতি- আপনাদেরই একজন স্বজাতি ***ডাক্তারদের উদ্দেশ্য বলছি - প্লিজ ওপরের প্রথম ছবিটা আপনার অ্যাকাউন্টে / ফেসবুক প্রোফাইলে যুক্ত করুন --
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.