সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য।
গত ২ বছরে আমরা দেখিয়েছি কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে রক্ত যোগাড় করতে হয়। এখন প্রতিদিন শত শত মানুষ এগিয়ে আসছে রক্ত দিতে। কিন্তু অনেক সীমাবদ্ধতা থেকেই গেছে। আমরা হয়তো ফেসবুক ব্যাবহারকারীদের আমাদের নেটওয়ার্কের আওতাই আনতে পেরেছি বা পারছি কিন্তু সেটা দেশের ১৬ কোটি জনগনের দিকে তাকিয়ে হিসাব করলে খুবই নগণ্য একটা পরিমান।
তাই বলে কি অনলাইনের বাইরের মানুষগুলো রক্তের অভাবে ধুকে ধুকে মরতেই থাকবে?
না, আমরা থাকতে বাংলার একটি মানুষকেও রক্তের অভাবে মরতে দেব না! আগামী ২৩ নভেম্বর, ২০১৩ আমি মাগুর এবং নজরুল ভাই বের হচ্ছি সাইকেল নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ রক্তের ডাক ছড়িয়ে দিতে।
সম্ভাব্য রুটঃ বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড়-রংপুর-বগুড়া-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজিপুর-ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ।
মোট পথঃ ১০৪৩ কি.মি. (+)
বাহনঃ বাই সাইকেল
উদ্দেশ্যঃ
- বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা
- দেশ ব্যাপী রক্তদান বিষয়ে মানুষকে সচেতন করা
- কিভাবে নিজে নিজেই প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা যায় সেটা শেখানো
- ডোনার গ্রুপ তৈরি করা
- ভলান্টিয়ার গ্রুপ তৈরি করা
- রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি শেখানো
আমরা মূলত হাইওয়ে ধরে যাবো। আমাদের যাত্রা পথে যে জেলা গুলো পড়বে সেই জেলার যারা যারা আছেন তারা যদি আমাদের সাথে যোগ দিতে চান, ক্যাম্পেইন করতে চান অথবা সহযোগিতা করতে চান তাহলে জানান।
যোগাযোগঃ 01686959899 (মাগুর), 01717173992 (নজরুল)
এখানে ক্লিক করে ফেসবুক ইভেন্টে যোগ দিতে পারেন
আমরা প্রস্তুত ☼ Ride For Blood ☼ এর জন্য।
আসছি আপনার এলাকায়, আপনার পাশে, আপনার কাছে রক্তের ডাক নিয়ে। আপনি প্রস্তুত তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।